বিশ্বজমিন
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিশ্ব নেতাদের ‘চিন্তিত’ হওয়া উচিত: খাজা আসিফ
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটির মধ্যে পূর্ণমাত্রার সংঘর্ষের সম্ভাবনা নিয়ে বিশ্ব নেতাদের ‘চিন্তিত’ হওয়া উচিত। বৃটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
এতে বলা হয়, খাজা আসিফ সতর্ক করে বলেছেন যে, ভারতের দখলে থাকা জম্মু ও কাশ্মীরে (আইওজেকে) প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়তে পারে এবং তা ‘পূর্ণমাত্রার যুদ্ধে’ রূপ নিতে পারে। মঙ্গলবার ভারত-অধিকৃত পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় জড়িয়েছে ভারত ও পাকিস্তান। একতরফা ভাবে ওই হামলার পুরো দায় ইসলামাবাদের ওপর চাপিয়েছে দিল্লি। তবে ইসলামাবাদ ভারতের দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং একে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জোর দিয়ে বলেছেন যে, তাদের সেনাবাহিনী যেকোনো পরিণতির জন্য প্রস্তুত। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে যা করা হবে আমরাও সে অনুযায়ী পাল্টা প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রতিক্রিয়া হবে সমপরিমাণ। ভারত যদি পূর্ণমাত্রার হামলা শুরু করে তাহলে পাকিস্তানও পাল্টা হামলা চালাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আসিফ। তবে চলমান উত্তেজনা নিরসনে এখনও আলোচনার পথ বন্ধ হয়নি এমনটা মনে করেন তিনি। ভারত-পাকিস্তান ইস্যুতে বিশ্ব নেতাদের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা জানতে চাইলে আসিফ বলেন, দুটি পারমাণবিক শক্তির মধ্যে সংঘর্ষ সবসময়ই চিন্তার বিষয়। যদি পরিস্থিতি খারাপ দিকে চলে যায়, তাহলে সংঘর্ষের বেশ দুঃখজনক পরিণতি হতে পারে।
এদিকে হামলায় জড়িত সকলকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করার শপথ পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থাৎ হামলাকারীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক সেখান থেকে পাকড়াও করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
এই হামলার জন্য ভারতকে দায়ী করার বিষয়ে জানতে চাইলে- উত্তেজনা বৃদ্ধি সত্ত্বেও আসিফ বলেন, হ্যাঁ, অবশ্যই! এমন পরিস্থিতির জন্য তারাই দায়ী। এখন উচিৎ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। এর আগে, আসিফ বলেছিলেন যে, পাকিস্তানের পহেলগাঁওয়ের হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কেননা পাকিস্তান সর্বত্র সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধীতা করে। তিনি বলেন, ভারতকে পহেলগাঁওয়ের ঘটনার তদন্ত করা উচিত। কেননা শুধু অভিযোগ করেই তারা এর দায় এড়াতে পারে না।