ঢাকা, ২০ জুন ২০২৫, শুক্রবার, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ্জ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

সশস্ত্র লড়াই শেষ করার সিদ্ধান্ত নিয়েছে পিকেকে

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

সশস্ত্র সংগ্রাম শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চার দশকের বেশি সময় ধরে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এ বিষয় সম্পর্কে অবগত ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা ফিরাতকে এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, পিকেকে এর এই সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশ তুরস্কের রাজনীতি এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে। এছাড়া প্রতিবেশী দেশ ইরাক ও সিরিয়ার উত্তেজনা প্রশমনেও উৎসাহিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখানে বলে রাখা ভালো কুর্দি বাহিনীটির ঘনিষ্ঠ মিত্র হলো যুক্তরাষ্ট্র। তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে পিকেকে এর সংঘাত শুরু হয় ১৯৮৪ সালে। চার দশক ধরে চলা ওই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া এতে অর্থনৈতিক বোঝা ও সামাজিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তুরস্ক এবং তার পশ্চিমা মিত্ররা পিকেকে নামক গোষ্ঠীটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তবে দীর্ঘ সংঘাত থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে পিকেকে এর কংগ্রেস। তারা গোষ্ঠীটির কাঠামোগত পরিবর্তন আনতে চায় এবং সশস্ত্র সংগ্রাম শেষ করতে চায়।

ফিরাত জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে কংগ্রেসের বৈঠকে গত সপ্তাহে সশস্ত্র সংগ্রামের পথ থেকে বের হয়ে আসার বিষয়ে একমত হয়েছে পিকেকে এর নেতারা। ১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের দক্ষিণের একটি দ্বীপে বন্দি ছিলেন পিকেকে এর নেতা আবদুল্লাহ ওকালান। তার কাছ থেকে গোষ্ঠীটিকে বিচ্ছিন্ন করতে ফেব্রুয়ারিতে একটি কংগ্রেসের আয়োজন করা হয়। সোমবার গোষ্ঠীটি জানিয়েছে এই কংগ্রেসের নেতৃত্বে থাকবেন ওকালান। তবে এতে আঙ্কারা রাজি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এছাড়া পিকেকে কোন প্রক্রিয়ায় নিজেদের নিরস্ত্রীকরণ করবে এবং তাদের সশস্ত্র পদক্ষেপ থেকে সরে আসবে সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

ইরানের আকাশসীমা দখলের দাবি ইসরাইলের/ ‘আকাশে যুদ্ধবিমান দেখা যাবে, তেহরান জ্বলবে’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status