বিশ্বজমিন
ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ
ওমানের আলোচনায় কোনো সিদ্ধান্ত হয়নি
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

আরও সংলাপের পরিকল্পনা নিয়ে রোববার ওমানে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের আলোচনা। আবার কবে দুই দেশ আলোচনায় বসবে তা পরে জানানোর কথা। ওদিকে তেহরান প্রকাশ্যে বলে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।
এতে বলা হয়, তেহরান এবং ওয়াশিংটন বার বার বলেছে তারা কয়েক দশকের এই পারমাণবিক ইস্যুতে বিরোধ মিটিয়ে ফেলতে চায়। তবে কয়েকবারই আলোচনায় তারা শেষ দিকে গিয়ে বিভক্ত হয়ে পড়ে। এ কারণে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে পারছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, সর্বশেষ পরোক্ষ সংলাপ ছিল জটিল। তবে একে অন্যের অবস্থান বোঝার জন্য তা ছিল সহায়ক। এক্সে এক পোস্টে তিনি বলেন, পরবর্তী আলোচনার ভেন্যু এবং সময় সম্পর্কে ঘোষণা দেয়ার কথা মাস্কটের।
ওদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, রোববারের প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা স্থায়ী হয় কমপক্ষে তিন ঘন্টা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে মাস্কটে চতুর্থ দফার সংলাপ করেন। তবে ওয়াশিংটন প্রকাশ্যে বলেছে তারা এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এর জবাবে ইরানি কর্মকর্তারা বলেন, এটা সংলাপে সহায়ক হবে না।