বিশ্বজমিন
জীবিত সর্বশেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের জীবিত সর্বশেষ জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার এ কথা জানিয়েছে ইসরাইল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি শুভেচ্ছার নিদর্শন হিসেবে তাকে মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়- হামাস, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যে আলোচনার পর জিম্মি মুক্তির এ খবর জানা গেল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরাইল সংঘাত শুরুর ১৯ মাস পর গাজায় আটক ৫৯ জিমির মুক্তির পথ প্রশস্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল শুধু আলেকজান্ডারের মুক্তির বিষয়ে সম্মতি দিয়েছে। তার বাহিনী গাজায় অভিযান জোরদার অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন নেতানিয়াহু। তার কার্যালয় জানিয়েছে, কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ নয় ইসরাইল। তেল আবিবের সামরিক চাপের ফলে হামাস এই জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
তারা আরও বলেছে, সামরিক অভিযানের মধ্যেই আলোচনা অব্যাহত থাকবে। এখনও গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলা চালিয়ে শিশুসহ ১৫ জনকে হত্যা করেছে ইসরাইলের বাহিনী।