ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

মাইলফলক: অক্সিজেন ছাড়াই ধৌলাগিরি পবর্তে সাজিদ

মানবজমিন ডেস্ক

(৮ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২২ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের সুপরিচিত পর্বতারোহী সাজিদ আলি সদপারা আরেকটি ব্যতিক্রমী মাইলফলক গড়েছেন। তিনি শনিবার নেপালের বিখ্যাত ধৌলাগিরি পর্বত (৮,১৬৭ মিটার) অক্সিজেন কিংবা কোনো বাহক ছাড়া জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। 

আল্পাইন ক্লাব অব পাকিস্তানের তথ্য অনুযায়ী, সাজিদ এই মৌসুমে (স্প্রিং ২০২৫) প্রথম ব্যক্তি হিসেবে ধৌলাগিরির চূড়ায় উঠলেন। এটি ছিল তার নবম ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বতজয়।  সব সময়ই তিনি পবর্ত আরোহন করেছেন বোতলজাত অক্সিজেন বা বাহক ছাড়া। মাত্র ২৯ বছর বয়সে সাজিদ নিজেকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের উচ্চপর্বতারোহীদের কাতারে প্রতিষ্ঠিত করেছেন। সাত হাজার মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প-৪ থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হয় তার চূড়ান্ত অভিযান। পরদিন সকাল ৯টা ৩৫ মিনিটে চূড়ায় পৌঁছান সাজিদ। এই পুরো সময়ে প্রচণ্ড বিরূপ আবহাওয়া, বরফ ও ৩৫০ মিটারের বেশি নতুন রশি লাগানোর মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে তাকে। 

আল্পাইন ক্লাব অব পাকিস্তানের সেক্রেটারি কররার হায়দরি বলেন, সাজিদের এই অর্জন পাকিস্তানি পর্বতারোহণের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল। তার অধ্যবসায়, আত্মনিবেদন এবং পাহাড়ের প্রতি শ্রদ্ধা সত্যিকারের অ্যাডভেঞ্চারের প্রতীক।

সাজিদ হলেন কিংবদন্তি পর্বতারোহী মোহাম্মদ আলি সদপারার পুত্র। মোহাম্মদ আলি ২০২১ সালে শীতকালীন অভিযানে কে-টু পর্বত জয় করতে গিয়ে প্রাণ হারান। পিতার অসমাপ্ত স্বপ্নকে বুকে ধারণ করে সাজিদ পর্বতারোহণকে শুধু পেশা নয়, উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছেন।

 তিনি বলেন, পাহাড়ে প্রতিটি পদক্ষেপ আমার পিতার স্বপ্নের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বমঞ্চে পাকিস্তানি পর্বতারোহীদের সামর্থ্য প্রদর্শনের একটি চেষ্টা। ধৌলাগিরি জয় করার মাধ্যমে সাজিদের লক্ষ্য এখন আরও কাছে। তিনি এখন পর্যন্ত ১৪টি ৮,০০০ মিটার উচ্চতার পর্বতের মধ্যে ৯টি জয় করেছেন। বাকি মাত্র ৫টি। আর এই অসাধ্য সাধন করতে পারলে তিনি হয়ে উঠবেন বিশ্বের অন্যতম গুটিকয় পর্বতারোহীদের একজন, যারা বোতলজাত অক্সিজেন ছাড়াই এই কীর্তি অর্জন করেছেন।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status