ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইসরাইল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে

মানবজমিন ডেস্ক

(৭ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১:৫২ অপরাহ্ন

mzamin

দখল করে নেয়া পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের  জ্বালানি সরবরাহ দেয়ার অবকাঠামোর মালিক এবং তা অপারেট করে বলে ইসরাইলের পাজ রিটেইল অ্যান্ড এনার্জি’তে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছে নরওয়ের সার্বভৌম সম্পদ বিষয়ক তহবিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তহবিলের এথিকস ওয়াচডগ বলে পরিচিত কাউন্সিল অন এথিকস ব্যবসার মানদণ্ড বজায় রাখা নিয়ে কঠোরতা অবলম্বন করে গত আগস্টে। তারপর রোববারের এই অর্থ প্রত্যাহার করে নেয়ার ঘটনা দ্বিতীয়। ফিলিস্তিনের দখল করে নেয়া ভূখণ্ডে ইসরাইল যেসব অপারেশন চালাচ্ছে তার প্রতিবাদে এভাবে অর্থ বা বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি। প্রথমে তারা গত ডিসেম্বরে বিনিয়োগ প্রত্যাহার করে নেয় ইসরাইলি টেলিযোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান বেজেক থেকে। ওই তহবিলের বিশ্বজুড়ে নয় হাজার কোম্পানিতে শেয়ার আছে। তার মধ্যে তারা শতকরা ১.৫ ভাগের মালিক। নরওয়ের পার্লামেন্টের নির্দেশনা অনুসরণ করে তারা এই ব্যবসা পরিচালনা করে। একই সঙ্গে নিজেদেরকে পরিবেশ, সামাজিক ও সুশাসনের ক্ষেত্রে নিজেদেরকে নেতৃস্থানীয় হিসেবে দেখে তারা। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইল থেক যেসব কোম্পানি তাদের সম্পর্ক কর্তন করেছে তার মধ্যে ইউরোপিয়ান এই আর্থিক প্রতিষ্ঠানটি অন্যতম। উল্লেখ্য, ইসরাইলে গ্যাস স্টেশন বিষয়ক সবচেয়ে বড় অপারেটর পাজ রিটেইল। দখল করে নেয়া পশ্চিম তীরে আছে তাদের নয়টি স্টেশন। সর্বশেষ বিনিয়োগ প্রত্যাহারের সুপারিশের বিষয়ে কাউন্সিল অন এথিকস বলেছে, পশ্চিম তীরে ইসরাইলি বসতিতে জ¦ালানি সরবরাহ করে এমন অবকাঠামো পরিচালনায় জড়িত পাজ রিটেইলার। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব বসতি স্থাপন করা হয়েছে। তাছাড়া তাদেরকে টিকিয়ে রাখার মধ্য দিয়েও আন্তর্জাতিক আইন অব্যাহতভাবে লঙ্ঘন করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেছে, অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল করে আছে ইসরাইল এবং সেখানে তারা বসতি নির্মাণ করেছে। এসব বসতি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেয়া উচিত। তবে আদালতের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তেল আবিব। তারা এ রায়কে ভুল এবং পক্ষপাতী বলে অভিযোগ করেছে।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status