বিশ্বজমিন
বাংলাদেশকে দেয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রুস
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুসের কাছে বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করেন এক সাংবাদিক। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে একটি প্রশ্ন। গতকাল (বুধবার) একটি বাংলাদেশি আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স আয়োজন করে। সেখানে তারা স্টেট ডিপার্টমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সরকারের কাছে অনুরোধ জানিয়েছে- বাংলাদেশকে দেয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে তা যেন তারা তদন্ত করে। এখন আমার জানার বিষয় হচ্ছে এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে? এর জবাবে ট্যামি ব্রুস স্পষ্ট কোনো বার্তা দেননি। তিনি বলেছেন, আমি আবারও বলছি, যেকোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব। এরপর আমরা সে অনুযায়ী এগিয়ে যাব।