বিশ্বজমিন
শুল্ক কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও যুক্তরাষ্ট্র
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

অবশেষে সাময়িকভাবে শুল্ক কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র। এর আগে দুই দেশের পাল্টা পাল্টি শুল্ক আরোপের ফলে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল তাতে ঝুঁকিতে পড়ে আর্থিক বাজার। এছাড়া বিশ্বব্যাপী মন্দার বিষয়ে সতর্ক করেন বিশ্লেষকরা। আপাতত সেই শঙ্কা থেকে রেহাই পাচ্ছে বিশ্ব অর্থনীতি। দুই দেশই ৯০ দিনের জন্য সাময়িক শুল্ক কমানোর বিষয়ে একমত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, জেনেভায় চীনা কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। বলেছেন, দুই পক্ষই ৯০ দিনের জন্য সাময়িক শুল্ক কমানোর বিষয়ে মত দিয়েছে। এক্ষেত্রে শুল্ক ১০০ পয়েন্ট থেকে ১০ শতাংশের প্রান্ত সীমায় নেমে আসবে।
সোমবার বেসেন্ট বলেছেন, দুই দেশেই নিজ দেশের জাতীয় স্বার্থ উপস্থাপন করেছে। আমরা উভয়েই বাণিজ্যে ভারসাম্য রক্ষা করার বিষয়ে একমত হয়েছি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। এ খবরের পর ডলারের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে উল্লম্ফন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে শুল্ক বাড়ানোর যে পদক্ষেপে যে উদ্বেগ তৈরি হয়েছিল- সাম্প্রতিক চুক্তিটি তা প্রশমনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। সুইজারল্যান্ডের চীন ও যুক্তরাষ্ট্রের বৈঠকে মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেশটির বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিরও উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় পক্ষই মতানৈক্য কমিয়ে আনার চেষ্টা করেছে। বেসেন্ট বলেছেন, সপ্তাহান্তে উভয় পক্ষই একটি বিষয়ে ঐকমত্য হয়েছে যে, কেউই বিচ্ছিন্নতা চায় না। ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনের পণ্যে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নিয়ে আসবে, এবং চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে বলে জানিয়েছে উভয় পক্ষ।