ঢাকা, ১২ মে ২০২৫, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

সিএনএনের রিপোর্ট

কেন যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত-পাকিস্তান

মানবজমিন ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৩৩ পূর্বাহ্ন

mzamin

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে উদ্বেগজনক তথ্য পান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। এরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে উৎসাহিত করেন। এ খবর দিয়ে অনলাইন সিএনএন বলছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলিসসহ শীর্ষ কর্মকর্তারা শুক্রবার সকালে যখন ভারত-পাকিস্তানের তীব্র উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন, তখন যুক্তরাষ্ট্রের হাতে যায় উদ্বেগজনক গোয়েন্দা তথ্য। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ কথা বলেছেন সিএনএনকে। কি জাতীয় তথ্য পেয়েছিলেন মার্কিন কর্মকর্তারা, স্পর্শকাতরতার কারণে তা জানাতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তারা। তবে তারা বলেছেন, তিনজন কর্মকর্তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে- যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানো উচিত। ফলে নিজে থেকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স। 

এ পরিকল্পনা নিয়ে প্রথমে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করেন জেডি ভ্যান্স। তারপর শুক্রবার স্থানীয় সময় দুপুরে মোদিকে ফোন করে তিনি কথা বলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে পরিষ্কার করেন যে- হোয়াইট হাউস বিশ্বাস করছে যে উত্তেজনা উচ্চ মাত্রায় নাটকীয় মোড় নিতে যাচ্ছে। ফলে মোদিকে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করার জন্য উৎসাহিত করেন জেডি ভ্যান্স। একই সঙ্গে উত্তেজনা প্রশমনের পথ বেছে নিতে বলেন। এ বিষয়ে এর আগে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিস্তারিত তথ্য নেই। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র মনে করে পারমাণবিক অস্ত্রের অধিকারী এই দুই দেশের মধ্যে কোনো কথা হচ্ছে না। তাদেরকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা দরকার। 

এ অবস্থায় মোদিকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ওপর জোর দেন জেডি ভ্যান্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অনুধাবন করতে পেয়েছে- তাতে রাজি হবে পাকিস্তান। তবে এ বিষয়ে ওই কর্মকর্তারা আর প্রকাশ করেননি। এরপরই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ তার মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাতভর ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলোচনা চালিয়ে যান। মঙ্গলবার থেকে একটি যুদ্ধবিরতিতে পৌঁছার সাধারণ ধারণা দিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাচ্ছিলেন মার্কো রুবিও। কিন্তু মার্কিন প্রশাসন এ বিষয়টি কীভাবে করা হবে সে বিষয় ছেড়ে দিয়েছিল ভারত ও পাকিস্তানের ওপর।

 মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যখন ফোনে কথা বলেছেন তখন সে সম্পর্কে যেসব কর্মকর্তা ভালোভাবে জানেন তাদের একজন বলেছেন- এ সপ্তাহে উত্তেজনা কমিয়ে আনার যথেষ্ট প্রচেষ্টা ছিল। বিশেষ করে এক সময় দেখা যায় উভয় পক্ষ আর আলোচনা করছে না। এ সপ্তাহে যে লক্ষ্য নির্ধারণ করা হয় তাতে ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনাকে উৎসাহিত করা হয়। যুদ্ধবিরতির মাধ্যমে উত্তেজনা হ্রাসের একটি পথ বের করতে বলা হয়। তবে যুদ্ধবিরতির খসড়া প্রণয়নে জড়িত নয় ট্রাম্প প্রশাসন। 

এমন অবস্থায় জটিল এক মুহূর্তে মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স। তিনি এর আগে গত মাসে ভারত সফর করেছেন এবং মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। এর ফলে ট্রাম্পের কর্মকর্তারা মনে করেন মোদির সঙ্গে তার সম্পর্কের কারণে তার ফোনকল কাজে দেবে। ফলে কয়েকদিন আগে যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বলেছিলেন এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই, তিনিই শেষ পর্যন্ত মোদিকে ফোন করেন। এর ফলে শনিবার তীব্র লড়াইয়ের পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছে। 
 

পাঠকের মতামত

মার্কিন সরকার বুঝতে পেরেছে এই যুদ্ধে চীন সরাসরি পাকিস্তানের পক্ষে থাকবে এবং ভারতের ধ্বংসাত্মক পরাজয় নিশ্চিত, আর আমেরিকা ভারতের পক্ষ নিয়ে যুদ্ধে সামিল হতে পারবেনা ।

কাজী মুস্তাফা কামাল
১১ মে ২০২৫, রবিবার, ৯:৩৮ অপরাহ্ন

ভারতের সাজানো জঙ্গি নাটকে নিজেরাই ফেঁসে গেছে। পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত দাবী করে প্রকৃত দোষিদের শাস্তির পক্ষে ছিলো। ভারতের নাটক তার সেনাবাহিনীও বুঝতে পেরেছিলো তাই মানসিকভাবে দূর্বল ছিলো। ফলাফল যা হবার তা ই হয়েছে।

নাম নাই
১১ মে ২০২৫, রবিবার, ৫:৩৬ অপরাহ্ন

মহান আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া অনেক বড় এক বিপর্যয়ের হাত থেকে আল্লাহ পাক উপমহাদেশের মানুষকে রক্ষা করেছেন, সত্যি সত্যিই যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়েযেত তাহলে এর প্রভাব কিছুটা হলেও প্রতিবেশী দেশ গুলোর উপরও আসার সম্ভাবনা ছিল।

আব্দুর রাজ্জাক
১১ মে ২০২৫, রবিবার, ৪:৪০ অপরাহ্ন

পাকিস্তানের অপারেশন ''বুনিয়ানূম মারসূস'' মূলত পারমানবিক অস্র ব্যবহারের বজ্রকঠিন কৌশলটি মার্কিন গোয়েন্দাদেরও আতংকিত করেছিল মনে হয়। তবে শক্তের ভক্ত হয়ে ভারতের উপলব্দি বিজয়ী পাকিস্তানের চেয়ে বেশী গরত্বপূর্ন হয়ে উঠে বিজিত ভারতের অহংবোধে চিড় ধরাতে পারায়। এবার বাংলাদেশও ভাবতে থাকুক অহংকারী প্রতিবেশীর জন্য কতটা বুনিয়ানুম মারসূসের মত দৃঢ়তাপূর্ন অবস্থান জরুরী।

মোহাম্মদ হারুন আল রশ
১১ মে ২০২৫, রবিবার, ১২:০২ অপরাহ্ন

আমেরিকা নিশ্চিৎ ছিল যে, ভারত যদি দ্বিতীয় দফায় পাকিস্থানে হামলা চালায় তাহলে, পাকিস্থান পরমাণু হামলা করবে ভারতের দিল্লীতে। আর এই ভয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজ উদ্যেগে চা ওয়ালা মধি আর শাহ বাজের মধ্যে আলোচনা করতে বাধ্য হন। আমেরিকা চাহবেনা তারা জাপানে যে পরমাণু বোমার হামলা করে আলোচনায় আছে সে রেকর্ড অন্য কেউ ভাঙ্গুক।

Faiz Ahmed
১১ মে ২০২৫, রবিবার, ১২:০১ অপরাহ্ন

এতো কিছু বললেন কিন্তু রিপোর্টার আসল কারণ'টাই বললেন না কি গোয়েন্দা তথ্য? আসলে পাকিস্তান যুদ্ধের চতুর্থ দিন নিজেদের পারমাণবিক বোমা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে যে বৈঠক করে তার পরেই সবার টনক নরে বিশেষ করে ভারত প্যান্ট ভিজিয়ে ফেলে এবং তড়িঘড়ি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিরতি প্রস্তাব মেনে নেয় এবং যতো হম্বিতম্বি সব নিমিষেই পানিতে মিশে যায়...!

Javed Hossain
১১ মে ২০২৫, রবিবার, ১১:৫৫ পূর্বাহ্ন

কোন যুদ্ধই দেশ,জাতি ও মানবের কল্যান হয় না। বরং জীবনহানি ও মানুষের দুর্দশা বাড়ি দেয়। শান্তির জন্য যুদ্ধ বিরতি ভাল দিক। শান্তিপ্রিয় মানুষ কখনই যুদ্ধ চায়। যুদ্ধ বিরতিতে রাজি হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

শহিদুল ইসলাম
১১ মে ২০২৫, রবিবার, ১০:৫৪ পূর্বাহ্ন

ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে

জনতার আদালত
১১ মে ২০২৫, রবিবার, ১০:৩০ পূর্বাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status