বিশ্বজমিন
যুদ্ধে ভারত যেসব সফলতা দাবি করল
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১২ মে ২০২৫, সোমবার, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে। কিন্তু এই কয়েকদিনের ‘যুদ্ধে’ কার কি ক্ষতি হলো, তা নিয়ে দুই সেশের সেনাবাহিনী বিবৃতি দিয়েছে। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী তাদের সফলতার কথা জানিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী তাদের অপারেশন সিঁদুরের সফলতা সম্পর্কে জানিয়েছে।
এ নিয়ে অনলাইন এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে যেসব স্থানে অপারেশন সিঁদুর চালানো হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। হামলার আগের এবং পরের ছবি প্রকাশ করে তুলনামুলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ভারত ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তাতে কমপক্ষে ১০০ উগ্রপন্থি নিহত হয়েছেন। স্যাটেলাইটে ধারণ করা ওই ছবিতে দুটি গুরুত্বপূর্ণ টার্গেটের তুলনা করা হয়েছে। এর মধ্যে একটি হলো মুরিদকে অন্যটি ভাওয়ালপুর।
ভারত দাবি করেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা রাডার ও এয়ারফিল্ডে প্রতিশোধমুলক হামলা চালিয়েছে তারা। ভারতের দাবি তারা পাকিস্তান ও আজাদ কাশ্মীরজুড়ে ‘উগ্রপন্থিদের অবকাঠামো’ লক্ষ্য করে হামলা করেছে। এর মধ্যে আছে লস্করে তৈয়বা, জৈশ ই মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের অপারেশনাল সেন্টার। গত সপ্তাহে রাতভর হামলায় ভারতীয় সেনাবাহিনী ওই সংগঠনের ৯টি স্থাপনায় হামলা করেছে। এর মধ্যে চারটি পাকিস্তানে। পাঁচটি আজাদ কাশ্মীরে। তবে ভারতের এ দাবি নাকচ করে দিয়ে পাকিস্তান জানিয়েছে উগ্রপন্থিদের আস্তানায় নয়, ভারত হামলা চালিয়েছে বেসামরিক লোকজনের ওপর। যারা এই হামলায় নিহত হয়েছেন তারা বেসামরিক সাধারণ মানুষ।