বিশ্বজমিন
গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান ইসরাইলি জিম্মির
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে হামাসের হাতে থাকা দুই জিম্মি। সম্প্রতি ওই দুই জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ওই সংগঠনটি। যেখানে তাদের গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানাতে দেখা যায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ওই দুই জিম্মির নাম এলকানা বোহবোট (৩৬) ও ইউসুফ হাইম ওহানা (২৪)। ২০২৩ সালের ৭ অক্টোবর তাদেরকে জিম্মি করে হামাস। এদিকে আল কাশেম বিগ্রেডের প্রকাশ করা তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, বোহবোট অসুস্থ। তিনি কম্বল জড়িয়ে মেঝেতে শুয়ে আছেন। অন্যদিকে গাজায় আগ্রাসন বন্ধে ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন ওহানা। যাতে বাকি জীবিত জিম্মিরা মুক্তি পান।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
২
সিএনএনের রিপোর্ট/ কেন যুদ্ধবিরতিতে রাজি হলো ভারত-পাকিস্তান
৫