বিশ্বজমিন
সুইজারল্যান্ডে চীন-মার্কিন ‘নতুন যাত্রা’, বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি
মানবজমিন ডেস্ক
(২০ ঘন্টা আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সুইজারল্যান্ডে চীনা প্রতিনিধিদের সঙ্গে তার দলের একটি ‘খুব ভালো বৈঠক’ হয়েছে। এতে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্কের ‘পুরোপুরি নতুন যাত্রা’ অর্জিত হয়েছে। শনিবার রাতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চীনের সঙ্গে সুইজারল্যান্ডে খুব ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে একমত হওয়া গেছে। বন্ধুত্বপূর্ণ কিন্তু গঠনমূলক পরিবেশে একটি নতুন যাত্রা শুরু হয়েছে। আমরা চাই- চীন যেন আমেরিকান ব্যবসার জন্য উন্মুক্ত হয়। বিশাল অগ্রগতি হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বৈঠকটি শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে। এর মধ্যে মধ্যাহ্নভোজের বিরতিও ছিল। আলোচনা রোববার আবার শুরু হওয়ার কথা হবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীনের পক্ষে প্রতিনিধিত্ব করেন ভাইস প্রিমিয়ার হে লিফেং। এই আলোচনার প্রেক্ষাপট ছিল সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা। যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর সর্বোচ্চ শতকরা ১৪৫ ভাগ শুল্ক আরোপ করেছিল। এর জবাবে চীনও আমেরিকান পণ্যের উপর শতকরা ১২৫ ভাগ পর্যন্ত পাল্টা শুল্ক বসায়। আলোচনার আগে ট্রাম্প বলেন, চীনা পণ্যের উপর শতকরা ৮০ ভাগ শুল্ক সঠিক মনে হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচক দল ট্রাম্পের পূর্ণ সমর্থন নিয়ে অংশ নিয়েছে এবং আমেরিকার জন্য সর্বোত্তম চুক্তি আদায় করাই তাদের উদ্দেশ্য। বৈঠকের পর কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এবং আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু জানানো হয়নি।