খেলা
বিশ্বকাপের আগে অ্যাঙ্গোলাসহ যাদের বিপক্ষে মাঠে নামবেন মেসিরা
স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫, শনিবার
এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। আগামী অক্টোবর, নভেম্বরে দুই মহাদেশ মিলিয়ে খেলবে তারা চার ম্যাচ। দলের সঙ্গে সফরে যাবেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিও। আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া দৈনিক ওঅলেও ক্রীড়াভিত্তিক টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন করেছে। সূচি অনুযায়ী, বাছাইপর্ব শেষে আর্জেন্টিনার পরের ম্যাচ ২০২৬ সালের জুনে ফুটবল বিশ্বকাপে। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত নয় মাসের বিরতি পাচ্ছে আলবিসেলেস্তারা। মাঝের এই সময়েই এশিয়া, আফ্রিকায় চারটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এ বছরের অক্টোবর, নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশ সফর করবে আর্জেন্টিনা দল। যেখানে আগামী অক্টোবরে চীন সফরে দু’টি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চীন থেকে নভেম্বরে অ্যাঙ্গোলা সফর করবে কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। সেখানে স্বাগতিক অ্যাঙ্গোলার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অ্যাঙ্গোলা ফুটবল ফেডারেশনের (এফএএফ) সভাপতি ফার্নান্দো আলভেস সিমোয়েসের সঙ্গে গত বুধবার বৈঠক করেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনা খেলতে যাচ্ছে এই ম্যাচ। আর্জেন্টিনা এর আগে কেবল একবারই অ্যাঙ্গোলার মুখোমুখি হয়েছিল সেটা ২০০৬ সালের ৩০শে মে। তখন ইতালির স্যালার্নোতে ২-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজ এবং হুয়ান পাবলো সোরিনের গোলে জয় নিশ্চিত হয়। যা সেসময় জার্মানিতে ২০০৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করেছিল আর্জেন্টিনার জন্য। এরপর অ্যাঙ্গোলা থেকে মেসির আর্জেন্টিনা পাড়ি জমাবে কাতারে। তবে কাতার ও চীন সফরে আর্জেন্টিনা কাদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে। সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আয়োজক দুই দেশের (কাতার, চীন) সঙ্গে অন্য এক দেশ হতে পারে বলে আলোচনা চলছে। এর আগে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল তা করেছে পাঁচ ম্যাচ হাতে রেখেই। গত ২৬শে মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট পেয়ে যায় তারা। আগামী জুন ও সেপ্টেম্বরে বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচগুলো খেলবে নীল, সাদা রংয়ের প্রতিনিধিরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা আর্জেন্টিনা ও ইকুয়েডরের পয়েন্ট ৩১ ও ২৩। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিল রয়েছে ৪ নম্বর পজিশনে। সেলেসাওদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। পয়েন্ট টেবিলের প্রথম ৬ দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবে। সাত নম্বরে থাকা দলকে আন্তঃকনফেডারেশন প্লে-অফ খেলে উঠতে হবে।