খেলা
প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগে চোখ আমোরিমের
স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৫, শনিবার
ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিক বিলবাওয়ের মাঠে বৃহস্পতিবার ৩-০ গোলে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম বলেন, ‘কেউ এই ফলাফল আশা করেনি কিন্তু আমরা ম্যাচে জয় পেয়েছি। ওল্ড ট্র্যাফোর্ডেও একই ফলাফল হতে পারে। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে।’ নিজের দলের প্লেয়ারদের উদ্দেশ্য করে আমোরিম বলেন, ‘আমাদের কোনো অ্যাওয়ে গোল (নিয়ম) নেই তাই যেকোনো কিছু পরিবর্তন হতে পারে এবং খেলোয়াড়দের কাছে এটাই আমার বার্তা। আমি মনে করি তাদের দ্বিতীয় লেগের কথা ভাবতে হবে এবং খেলার বাকি সময়ের চেয়ে প্রথম ২০ মিনিট নিয়ে বেশি ভাবতে হবে। মৌসুমের শুরুতে আমরা অনেক লড়াই করেছি কিন্তু গোল, লাল কার্ড খেলা বদলে অনেক বদলে দিয়েছিল এবং আমাদের নাগালের বাইরে নিয়ে গিয়েছিল।’ এদিন বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর রুবেন তার সিনিয়র খেলোয়াড়দের ম্যাচে ভারসাম্য ধরে রাখার জন্য প্রশংসায় ভরে ওঠেন। রুবেন টিএনটি স্পোর্টসকে বলেন: ‘আপনি বিশেষ করে শুরুতে অনুভব করতে পারেন যে, প্রচুর অভিজ্ঞতাসম্পন্ন উগার্তের মতো খেলোয়াড় ম্যাচের শুরুতে নার্ভাস ছিলেন, প্যাট্রিক ডরগুও। ক্যাসেমিরো, হ্যারি ম্যাগুয়ার এবং ব্রুনো ফার্নান্দেজের মতো এ সিনিয়র খেলোয়াড়রা ম্যাচ জয়ে অনেক সাহায্য করেছে।’ নিজেদের জয়ের বিষয়ে রেড ডেভিলদের কোচ বলেন, ‘এটা আসলে ব্যাখ্যা করা কঠিন। গত কয়েকটি ম্যাচে অবশ্য আমরা উন্নতি করেছি (প্রিমিয়ার লীগে)। আমি স্রেফ ফলাফল দেখি না। দারুণ কিছু ম্যাচ আমরা জিতেছি, যেগুলোয় ভালো খেলিনি। আবার কিছু ম্যাচে ভালো খেলেও আমাদের হারতে হয়। এসব ক্ষেত্রে কখনো কখনো স্রেফ একটু ভাগ্যের সহায়তা পেতে হয়।’ আমোরিম আরও বলেন, এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। প্রিমিয়ার লিগে আমরা ম্যাচের পর ম্যাচ ভুগছি। কিছু চোট সমস্যাও সামলাতে হচ্ছে। কখনো কখনো ফুটবলারদের জন্যও কাজটা কঠিন। জানি, এসব বুঝে ওঠা কঠিন। তবে মাঝেমধ্যে এটিই ব্যাপার, যেভাবে আমরা সবকিছু দেখি।’ এদিন যা হবার তা হয়েছে প্রথমার্ধেই। প্রিমিয়ার লীগের ১৪তম পজিশনে থাকা দলের তিনটি গোলই হয় ম্যাচের অর্ধেক সময়ের মধ্যে। ৩০তম মিনিটে ইংলিশ ফুটবলার হ্যারি ম্যাগুয়ারের পাসে মানুয়েল উগার্তের মাথা ছুঁয়ে আসা বলে আবার হেড করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। ম্যাচের ৩৫তম মিনিটে লাল কার্ড দেখেন বিলবাওয়ের ডিফেন্ডার দানি ভিভিয়ান। সেখান থেকে পেনাল্টিতে গোলের দেখা পান ব্রুনো ফার্নান্দেজ। ৪৫তম মিনিটে আরেকটি গোলে দলকে আরও এগিয়ে নেন এ পর্তুগীজ ফুটবলার। এদিন ইংল্যান্ডের আরেক দল লীগ টেবিলের ১৬তম অবস্থানে থাকা টটেনহাম ক্লাব ৩-১ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো-গ্লিমটকে। ফাইনালে ওঠার পথে দু’টি ইংলিশ ক্লাব বেশ এগিয়ে যাওয়ায় আগামী ২২শে মে বিলবাওয়ের মাঠ সান মেমেসে ‘অল ইংল্যান্ড’ ফাইনাল দেখা যেতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।