খেলা
জুরগারডেন্সের বিপক্ষে সহজ জয়, দ্বিতীয় লেগে মনোযোগ চেলসি কোচের
স্পোর্টস ডেস্ক
(১৩ ঘন্টা আগে) ২ মে ২০২৫, শুক্রবার, ১২:২৬ অপরাহ্ন

সুইডিশ দল জুরগারডেন্সের মাঠে সহজ জয় তুলে নিলো চেলসি। শুক্রবার কনফারেন্স লীগ সেমিফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের উড়ন্ত জয়ে ফাইনাল তাদের হাতের নাগালে চলে এসেছে। এদিন ম্যাচ শেষে চেলসির ম্যানেজার এনজো মারেসকা বলে, ‘এটি (একটি নিখুঁত রাত) ছিল এবং আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেমিফাইনালও ছিল। ম্যাচে আমাদের ভালো ফলাফল মিলেছে। তবে এর আগে আমাদের লেগিয়া ওয়ারশ খেলার অভিজ্ঞতা ছিল। যেখানে আমরা সেখানে ৩-০ গোলে জিতেছিলাম এবং আমাদের সে ম্যাচে কিছুটা লড়াই করতে হয়েছিল (টুর্নামেন্টে চেলসির একমাত্র পরাজয় ছিল ঘরের মাঠে ফিরতি ম্যাচে)। তাই আমাদের এখন দ্বিতীয় লেগের দিকে মনোযোগ দেয়া দরকার।’
জুরগারডেন্সের ম্যাচে ইংলিশ ফুটবলার জ্যাডন সানচো ১২তম মিনিটে প্রথম গোল করেন। ছয় গজ বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে কাট করেন তিনি। ডিফেন্ডার মার্কাস ড্যানিয়েলসনের বল বিপদমুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়ে জালে জড়ায়।
এনজো ফারনান্দেসের পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বিরতির আগেই লিড দ্বিগুণ করেন ননি মাদুইয়কে। স্বাগতিকদের হয়ে টকম্যাক এনগুয়েনের জুরগারডেনের হয়ে প্রথম লক্ষ্যে শট নেন।
ম্যাচ নিয়ন্ত্রণে চলে আসার কারণে রবিবার লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ সামনে রেখে কোচ এনজো মারেসকা বিরতিতে একসাথে চারটি পরিবর্তন আনেন। বদলি নেমে নিকোলাস জ্যাকসন প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ৫৯তম মিনিটে স্কোর ৩-০ করেন। রক্ষণের আরেকটি ভুলে কয়েক মিনিট পর জ্যাকসন দ্বিতীয় গোল করেন। ৬৮তম মিনিটে আইজ্যাক আলেমায়েহু মুলুগেতা নিচু হেডে জাল কাঁপাণোর পর আর বেশিক্ষণ লড়াই চালিয়ে যেতে পারেনি স্বাগতিক দল।
আগামী সপ্তাহে লন্ডনে হবে দ্বিতীয় লেগের খেলা। ফাইনাল হবে ২৮মে পোল্যান্ডের ওয়ারশে।