অনলাইন
রেস্টুরেন্টে ইঁদুর
এক লাখ পাউন্ড অর্থদণ্ড
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(১৩ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশি অধ্যুষিত ইস্ট লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার একটি রেস্টুরেন্টে
গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘনের জন্য অর্থ জরিমানা করা হয়েছে। রেস্টুরেন্টটির নাম ‘লে ম্যাডিসন কিচেন’।
জানা যায়, ২০২৪ সালের এপ্রিলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের `এনভায়ারনমেন্টাল হেলথ টিম` ‘লে ম্যাডিসন কিচেন’ রেস্টুরেন্টটি পরিদর্শনকালে অনিয়ন্ত্রিত ইঁদুরের উপদ্রব দেখতে পান। সেই অভিযোগের ভিত্তিতে ক্রেতা এবং কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে কোম্পানিটি সংক্রমণ রোধে কাজ করতে ব্যর্থ হওয়ায় মামলাটি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে আদালতে আনা হয়। এবং আসামির অনুপস্থিতিতে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়। আদালত ব্যবসা প্রতিষ্ঠানটিকে সর্বমোট ১ লাখ ৩ হাজার ৯২২.৫ পাউন্ড জরিমানা করে যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি।
নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবারের অভিজ্ঞতার আশা করা গ্রাহকরা এ খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কাউন্সিলের এনভায়রনমেন্টাল হেলথ টিম ফুড বিজনেসগুলোর উপর কঠোর নজরদারি চালিয়ে যাবে। স্বাস্থ্যবিধি সংক্রান্ত যে কোনও উদ্বেগ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে কাউন্সিলকে জানাতে জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে ।