অনলাইন
নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় ভারতের সেনাপ্রধান কাশ্মীরে যাচ্ছেন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১৪ ঘন্টা আগে) ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১০:৪৮ অপরাহ্ন
পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সেই আবহে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার শ্রীনগর যাচ্ছেন। তিনি নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন।
প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, তার সফরকালে স্থানীয় সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডাররা জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে কাশ্মীর উপত্যকা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান সম্পর্কে অবহিত করবেন।
উচ্চ-স্তরের পর্যালোচনায় ১৫তম কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং এবং রাষ্ট্রীয় রাইফেলস ফর্মেশনের কমান্ডাররা উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।
এদিকে,বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি নয়াদিল্লিতে নিযুক্ত নির্বাচিত দেশের রাষ্ট্রদূতদের পহেলগাঁওয়ের ঘটনাবলী এবং ভারত যে সব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে অবহিত করেন।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ইতালি, কাতার, জাপান, চীন, রাশিয়া, জার্মানি এবং ফ্রান্সের সিনিয়র কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় ৩০ মিনিট ধরে চলা এই বৈঠকে জি-২০ দেশগুলির রাষ্ট্রদূতদের, যাদের মধ্যে চীন ও কানাডার প্রতিনিধিরাও ছিলেন। পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় ভারতের একাধিক পদক্ষেপের ঘোষণার পর এই কূটনৈতিক যোগাযোগ শুরু করা হয়।
অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে,পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায়, ভারত সরকার তাৎক্ষণিকভাবে পাকিস্তানি নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।