ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ফ্রান্সের পরিকল্পনায় পানি ঢেলে দিলেন নেতানিয়াহু

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ২:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪৬ অপরাহ্ন

mzamin

ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ভূখণ্ডের কেন্দ্রস্থলে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণা প্রচার করে প্রেসিডেন্ট ম্যাক্রন মারাত্মক ভুল করছেন। এমন একটি রাষ্ট্রর পাশে তিনি দাঁড়িয়েছেন  যার একমাত্র আকাঙ্ক্ষা হল ইসরায়েলকে  ধ্বংস করা’।

তিনি এই সপ্তাহের শুরুতে ম্যাক্রনের সেই মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন যেখানে ম্যাক্রন বলেছিলেন যে, ফ্রান্স কয়েক মাসের মধ্যেই একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। এর প্রেক্ষিতে নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের আক্রমণের কথা উল্লেখ করে বলেন, ‘আজ পর্যন্ত, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজনও ব্যক্তি হলোকাস্টের পর ইহুদিদের উপর সবচেয়ে ভয়াবহ গণহত্যার ভয়াবহতার নিন্দা করেননি। তাদের নীরবতাই  ইহুদি রাষ্ট্রের প্রতি তাদের প্রকৃত মনোভাব প্রকাশ করে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথায়, ‘বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে আমরা আমাদের অস্তিত্বকে বিপন্ন করব না। আমরা এমন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নৈতিক অবস্থান গ্রহণ করব না যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হবে।’

নেতানিয়াহুর মন্তব্য তার ছেলে ইয়াইরের কথায় প্রতিধ্বনিত হয়েছে।  যিনি এক্সে একটি পোস্টে প্রেসিডেন্ট ম্যাক্রনের তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘তোমাকে ধিক্কার জানাই।’ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যেকার সংঘাত মেটাতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে ফ্রান্স। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে ফ্রান্স হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় শক্তি, এমনটাও জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। আগামী জুন মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনেই এই স্বীকৃতি দেয়ার পরিকল্পনা তার। যদিও তার এই মন্তব্য ফ্রান্সের ডানপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে  সমালোচনার ঝড় তুলেছে। যারপরই   নিজের অবস্থান স্পষ্ট করে ফ্রান্সের প্রেসিডেন্ট এক্সে লেখেন, ‘আমি ফিলিস্তিনিদের রাষ্ট্র এবং শান্তির বৈধ অধিকারকে সমর্থন করি, ঠিক যেমন আমি ইসরায়েলিদের শান্তি ও নিরাপত্তায় বসবাসের অধিকারকে সমর্থন করি।’

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন জানিয়ে আসছে। ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ফ্রান্স হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় শক্তি, যে পদক্ষেপের  মার্কিন যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে বিরোধিতা  করে আসছে। হামাস ম্যাক্রনের বক্তব্যকে স্বাগত জানিয়েছে।

সূত্র : এনডিটিভি

পাঠকের মতামত

কয়েক মাসের মধ্যে দেবে! ইসরায়েল থেকে কিছু আদায়ের ধান্দা!

রাশিদ
১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:০২ অপরাহ্ন

ম্যাক্রনের উচিত মানুষ ও মানবতার পক্ষ নেওয়া। হায়েনাদের কথায় কর্ণপাত না করা।

নূর মোহাম্মদ এরফান
১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:৫৯ অপরাহ্ন

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু অবৈধই নয়, এটি ছিল একটি অপরাধ।‌

Andalib
১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ৩:৩৮ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status