অনলাইন
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বুধবার দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন।
সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, ‘আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো।’
এদিকে গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়।
দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, বুধবারে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করা, নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে বলে জানান নেতারা।
পাঠকের মতামত
I don't want election at this moment
আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন দিন, জনগণ গত ১৬ বছর ভোট দিতে পারেনি।
We want elections now.
desh valo chol ce a khon -e- nirbachon ke sher????/
আমরা দ্রুত নির্বাচন চাই
ফখরুল সাহেব জনগণ তো নির্বাচন চায়না এখনই ।পরিপূর্ণ সংস্কার চায় ,শান্তিপূর্ণ পরিবেশ চাই ,এগুলি যখন সুনিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরুন সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হবে।