অনলাইন
ছয় দফা দাবিতে অবরোধ
তিন ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
(১ সপ্তাহ আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

ছয় দফা দাবিতে খুলনার চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ট্রেন আটকে দেয়ার ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। খুলনা রেল স্টেশন মাস্টার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বয়রা জংশন এলাকায় পৌঁছালে আটকে দেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ট্রেন অবরোধের কারণে খুলনা স্টেশন থেকে চিত্রা, রকেট, মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে যায়। ফলে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন যাত্রীরা।
পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সমঝোতার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে বেলা সাড়ে ১২টার দিকে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
পাঠকের মতামত
যে কোন সামান্য বিষয়ে ছাত্র-ছাত্রীরা পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ করে দেয়, সাধারণ জনগণকে দুর্ভোগ দেয় কষ্ট দেয়, এদের বিরুদ্ধে সরকারের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া। এবং এদের বাবা মাকে ডেকেও অর্থনৈতিক জরিমানা করা যাতে করে উপযুক্ত শিক্ষাটা ঘর থেকে শুরু হয়।
তিতুমীর কলেজের কথা মনে করিয়ে দিতে চাই ছাত্র ভাই-বোনদের পাবলিক ট্রেন থেকে নেমে ধাওয়া করছিল এবং রাস্তার জনগণ ছাত্রদের ধাওয়া করে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছিল বিষয়টি বুঝে আশা করি ভবিষ্যতে কর্মসূচি করতে চেষ্টা করবেন।