অনলাইন
ক্যান্টিনে খাবারের মানোন্নয়নসহ ঢাবি ছাত্রদলের ৫ দাবি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:১২ অপরাহ্ন

শিক্ষার্থীদের কল্যাণার্থে আবাসিক হলসমূহের ক্যান্টিনে পরিবেশিত খাদ্যের গুণগত মান বৃদ্ধিসহ পাঁচ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসি প্রফেসর ড. নিয়াজ আহমদ খানের হাতে দাবি দাওয়া সম্মিলিত স্মারকলিপি তুলে দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। শিক্ষার্থীদের পক্ষে ছাত্রদলের দেয়া পাঁচ দাবি হলো- আবাসিক হলের ক্যান্টিনসমূহে পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন; হল পাড়া ও কলা ভবনের পিছনের রাস্তার উপযুক্ত মেরামত; ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে ফিল্টার পানি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পানির ফিল্টার স্থাপন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডধারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালুকরণ এবং প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিং এর সুবিধা নিশ্চিতকরণ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা ছাত্রদলের সহ সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন প্রমুখ।
পাঠকের মতামত
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মেডিকেল কলেজ ইন্টারনেটের ক্যান্টিন সব জায়গায় এমনকি মেডিকেল কলেজ গুলোর বেশিরভাগ হল খাবার বিশুদ্ধ পানি পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারেই অগ্রহণযোগ্য সবাইকে ছাত্রদের জীবনের উন্নতির প্রয়োজন এই অনুধাবন করে দ্রুততম সময় একদিন ব্যবস্থা নেয়া দরকার মানুষকে আগে বাঁচতে হবে থাকতে হবে তারপরে তারা লেখাপড়া করবে চিকিৎসা সেবা দিবে বা অন্যান্য পেশায় তারা মনোনিবেশ করতে পারবে।