ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

গুজব না সত্যি!

স্টাফ রিপোর্টার

(১ দিন আগে) ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

গুজব না সত্যি! এই মূহূর্তে এটা বিচার করা খুবই কঠিন। এআই চালু হওয়ার পর এটা আরো বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এরমধ্যেও কিছু লোক এমনভাবে গুজব ছড়ায় তা অবিশ্বাস করার কোনো পথই থাকে না। আখেরে দেখা যায়, এটা নিতান্তই গুজব। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ধরা যাক এই মুহূর্তে খবর রয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা নিয়ে। একটা সূত্র বলছে, তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি সূত্র বলছে, তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দেখা গেছে। একাধিক সংবাদ সূত্র এটা নিশ্চিত করলেও মানবজমিন সত্যতা যাচাই করতে পারেনি। তবে অনুসন্ধান অব্যাহত রেখেছে। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে দিল্লিতেই রয়েছেন। একজন সংবাদদাতা দিল্লি থেকে জানান, সিঙ্গাপুর নয়, দিল্লিতেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে কড়া নিরাপত্তার মধ্যেই তাকে হাসপাতালে আনা-নেয়া করা হচ্ছে। ৭৮ বছর বয়সী সাবেক এই  প্রধানমন্ত্রী এখন একাধিক মামলায় অভিযুক্ত হতে চলেছেন। এ বছরের মধ্যেই তাকে চূড়ান্ত বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। খুনসহ প্রায় আড়াইশ মামলায় তিনি প্রাথমিকভাবে অভিযুক্ত।

ওদিকে কলকাতা থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি পরিতোষ পাল জানান, উচ্চ রক্তচাপসহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত ৮ মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি। তাই এইমস-এ চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে নিয়ে যাওয়া হয়। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। নয়াদিল্লির এইমসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সবরকম ব্যবস্থা রয়েছে।

এদিকে কলকাতায় থাকা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ওবায়দুল কাদেরও চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। আগস্টের গণঅভ্যুত্থানের পর কিছুদিন বাংলাদেশে আত্মগোপনে থেকে সমূহ বিপদ আন্দাজ করে তিনি ভারতের শিলং হয়ে কলকাতায় পৌঁছান। কলকাতায় থাকা জাহাঙ্গীর কবির নানকসহ বেশ কিছু নেতার তত্ত্বাবধানে একটি আবাসনে রয়েছেন তিনি। এখানেও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন। ৭৬ বছর বয়সী কাদেরের এমনিতেই হার্টে সমস্যা রয়েছে। বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হন। তবে এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। হার্টের চিকিৎসার জন্য তিনি  নিয়মিত  কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  উল্লেখ্য যে, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

পাঠকের মতামত

আওয়ামী পশু হাসিনা, ওবায়দুল, নানক আসাদুজ্জামান খান কামাল গংদের বিচারের মাধ্যমে ফাঁসির দড়িতে ঝোলানো না পর্যন্ত শহীদের আত্মা জাতিকে অভিশাপ দিবে।

Maqsoud
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:১৭ পূর্বাহ্ন

মহান আল্লাহ পাক সর্বোত্তম বিচারক। যারা এতদিন মানুষকে কষ্ট দিয়েছে অসুস্থতার জন্য চিকিৎসাও করতে দেয়নি এখন তারাই নিজেদের ফাঁদে পড়েছে। চিকিৎসার জন্য পরাশ্রয়ী হয়ে লুকোচুরি খেলে চিকিৎসা নিতে হচ্ছে। তাদের এই অপমান তো কেবল দুনিয়াতেই ঘটছে তাদের প্রকৃত অপমান অপেক্ষা করছে মৃত্যুর পর। আল্লাহু আকবার।

রুমেল
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:১০ অপরাহ্ন

খবরটা সঠিক বলে আমার মনে হচ্ছে না। কারণ এই ধরনের নিষ্ঠুর ব্যক্তিরা সহজে অসুস্থ হয়না।

মোঃ মোদাচ্ছের হোসেন
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:০২ অপরাহ্ন

বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য এটা আওয়ামী লীগের নতুন কোন আইডিয়া হইতে পারে, সবাইকে গুজবে কান্ না দেওয়ার জন্য অনুরোধ করছি, যাচাই-বাছাই করে তারপরে বিশ্বাস করবেন।

Nurul Momen
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৭ অপরাহ্ন

অসুস্থতা নিয়ে রাজনীতি করে হাসিনা কত যে অমানবিক আচারণ করেছেন তা এখন মানুষ হলে বুঝতে পারবেন।

আব্দুল ওয়াজেদ মুন্সী
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৭ অপরাহ্ন

এদের বিচার করা হোক এরা মানব রুপি পশু

সামশ
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৫ অপরাহ্ন

দোয়া করি এই খুনি মহিলার বিচারের আগে যেনো মৃত্যু না হয়। বাংলার জনগণ এই খুনির মৃত্যু ফাঁসির দড়িতে দেখতে চায়।

Ahmed
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

মহান আল্লাহ তায়ালার বিচার শিরোধার্য।

M.S.Rana
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:১২ অপরাহ্ন

ওদের হিন্দুদের দেশেই মৃত্যু হউক,তাহলে তাদেরকে কবরের পরিবর্তে আগুনে জ্বালানো হবে।।

Luthfor Rahman
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৩ অপরাহ্ন

আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর থেকে সব চেয়ে অযোগ্য অথর্ব বাঁচাল সাধারণ সম্পাদক ছিলেন এই কাউয়া।যদিও এটা তার দোষ নয়,যিনি তাকে বার বার সিলেকশন করেছেন তিনিই দায়ী।

ইকবাল কবির
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:০০ অপরাহ্ন

মহান সর্বশক্তিমান আল্লাহর কাছে আবেদন করছি, ন্যায় বিচারের আগে যেন এই মানুষ গুলোর মৃত্যু না হয়।

polash
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন

এক সময় বেগম জিয়ার চিকিৎসা নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সবাই তামাসা, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আর এখন নিজেরাই চিকিৎসা নিতে গোপনীয়তা-লুকোচুরি!!! সময়ের সুযোগে করেছিলা চালাকি আর এখন বুঝতেছ এর জ্বালাকি!!!

Monshur Ahmed
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:১১ অপরাহ্ন

বিচারের মুখোমুখি হওয়া পর্যন্ত যেনো আল্লাহ তাদের বাঁচিয়ে রাখেন।

শামসুর রহমান
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:০৮ অপরাহ্ন

মানুষের প্রতি যা অবিচার করা হয়েছে তার বিচার আল্লাহর জমিনে যেন হয়।

এম আজিজুল হক আজিজ
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:৪১ অপরাহ্ন

গুড

সিরাজ কয়রা খুলনা
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:২০ অপরাহ্ন

মহান আল্লাহ তাদের আরো কিছু কাল বাচিয়ে রাখুক কারণ তাদের বিচারের আগে মৃত্যু চাই না। তাদের বিচার হতেই হবে।

রহমান
১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status