অনলাইন
রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায়: রিজভী
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪৩ অপরাহ্ন

রাজনীতিতে একেবারে এতিমরাই পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ‘আমার দেশ আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সমন্ধে কোনো ধারণাই নাই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি আরও বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করার লোক, কোন লোক দিনরাত কাজ করে, সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয় বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্তিতে পড়ে যাবে।
নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কিসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।
সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং নিম গাছ ঢাকা মহানগর উত্তরের সর্বত্র লাগানোর ঘোষণা দেন। এসময় নেতাকর্মীদের আওয়ামী লীগের মতো আচরণ না করার জন্য এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের পাশে থাকার আহ্বান জানান আমিনুল। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত
So looks like BNP is over confident of winning. Reality may be different!
একজন বিঞ্জ রাজনৈতিক ব্যাক্তির কাছ হইতে এমন ধরনের বক্তব্য কেউ আশা করে না। তারাও সম্মানিত ভোটারের ভোট পাবেন।
Someone with no or little knowledge can say what রুহুল কবির রিজভী said regarding proportional representation.
What are you afraid of?