অনলাইন
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক
অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কারে পূর্ণ সমর্থন চীনের
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১৪ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩২ অপরাহ্ন

বাংলাদেশের বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন ও কানাডা। একই সঙ্গে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পৃথক বৈঠকে এসব আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ।
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন। ওয়াং ই বাংলাদেশের চলমান সংস্কার কর্মসূচিকে চীনের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বলেন, মেডিকেল ট্যুরিজম, পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ানো হবে। তিনি সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত চীন বিনিয়োগ সম্মেলনের কথা উল্লেখ করে টেক্সটাইল, জ্বালানি এবং হালকা প্রকৌশল খাতে চীনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি চীনের রাজনৈতিক ও উন্নয়ন সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের কার্যকর ভূমিকার আহ্বান জানান। একই সঙ্গে জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে চীনের সমর্থন কামনা করেন।
পরে বিকেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ, বিশেষ করে বাণিজ্য বহুমুখীকরণ ও টেকসই অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। কানাডার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবেলায় তার দেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ ফরহাদুল ইসলামসহ সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। শুক্রবার আসিয়ান আঞ্চলিক ফোরামে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা।