অনলাইন
অক্টোবরে আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন ট্রাম্প
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(১৩ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:১২ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী অক্টোবরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, কুয়ালালামপুরে ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন (এএমএম) এবং সংশ্লিষ্ট বৈঠকের সাইডলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুবিও সংক্ষিপ্তভাবে বলেন, সম্ভাবনা আছে, হ্যাঁ।
তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন মালয়েশিয়ার আহ্বানে ডাকা আসিয়ান-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের জন্য একটি সম্ভাব্য তারিখ নির্ধারণে কাজ করছে। এ সম্মেলনের পেছনে রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক আরোপিত শুল্ক নিয়ে প্রতিক্রিয়ার বিষয়টিও।
এর আগে এপ্রিলে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী টেংকু জাফরুল আজিজ বলেন, সমস্ত আসিয়ান নেতারা সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যেতে সম্মত হয়েছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ সত্ত্বেও মালয়েশিয়া এখনো নীতিভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় বিশ্বাস করে। ওয়াশিংটনে মালয়েশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছেন।
টেংকু জাফরুল আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ বিষয়ে রুবিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। এদিকে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে মার্কো রুবিওর আজ মালয়েশিয়া আগমন এমন সময়ে ঘটল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প চলতি সপ্তাহেই বাণিজ্যযুদ্ধ আরও জোরদার করেছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ সফরের পূর্বে জানিয়েছিলেন, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।