অনলাইন
ঐকমত্য কমিশনে আলোচনা চরকির মতো ঘুরছে : এনডিএম মহাসচিব
স্টাফ রিপোর্টার
(১৫ ঘন্টা আগে) ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৭:০৬ অপরাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চরকির মতো ঘুরছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন। তিনি বলেন, আলোচনায় মনে হচ্ছে চরকির মতো ঘুরছি। আগের আলোচনাগুলোকেই নতুন মোড়কে উপস্থাপন করা হচ্ছে।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিকতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে তিনি এসব কথা বলেন।
মোমিনুল আমিন বলেন, মাঝেমধ্যে তো মনে হয় শিশুপার্কে এসেছি, না ঐকমত্য কমিশনের বৈঠকে, বুঝে উঠতে পারি না!।
তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগ বিষয়ে কে সবচেয়ে প্রবীণ তা শুধু বয়স দেখে নির্ধারণ করা যাবে না। আপিল বিভাগে কে আগে নিয়োগ পেয়েছেন, সেই অনুক্রমেই প্রবীণ হবেন।
তিনি সংবিধানের ৯৫ অনুচ্ছেদ ১-এর বিষয়টি উল্লেখ করে বলেন, এই ধারায় বলা আছে রাষ্ট্রপতি যেকোন ব্যক্তিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। এই ধারাটি সংশোধন করা দরকার। এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুইজন বিচারপতির মধ্য থেকে একজনকে নিয়োগের বিধান করা উচিত।
উচ্চকক্ষ নিয়ে আগাম আলোচনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এটা নিয়ে অনেকেই পিআর ও সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলবেন। কিন্তু যদি এতটাই দ্বিমত থাকে, তবে এই উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তাই নেই।