অনলাইন
শহীদ রাজনের কবর ভাঙচুর জাতির জন্য লজ্জাজনক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
স্টাফ রিপোর্টার
(১২ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৯:২৮ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাজনের কবর ভাঙচুর জাতির জন্য লজ্জাজনক মন্তব্য করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান ভেরীফিকেশন কর্মকর্তা হারুন-আর-রশীদ বলেছেন, দোষীদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গতকাল কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলকায় শহীদ রাজনের কবর ভাঙচুর করে দুবৃত্তরা। আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে যেয়ে তিনি এমন কথা বলেন।
হারুন-আর-রশীদ বলেন, শহীদ রাজন বৈষম্যবিরোধী সংগ্রামের প্রতীক। তার আত্মত্যাগের প্রতি এমন অবমাননা জাতির জন্য লজ্জাজনক ঘটনা। যারা এই জঘন্য কাজ করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় তারানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। তারা কবর ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে। এই ঘটনায় মামলা হলে পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।