অনলাইন
জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৮:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৫ অপরাহ্ন

জাতীয় মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিশনের উপ-পরিচালক সুস্মিতা পাইককে সভাপতি এবং উপ-পরিচালক মোহাম্মদ তৌহিদ খানকে মহাসচিব করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি হিসেবে ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মো. মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা, মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস এবং নির্বাহী সদস্য হিসেবে মো. রবিউল ইসলাম ও মো. ইমরান হোসেনের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ায় গত ১৮ই জুন প্রথম কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।