অনলাইন
জামায়াতের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১০:০২ অপরাহ্ন
জামায়াতের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে ঐকমত্য হন।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আলোচনায় আগামী নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আমরা একমত হয়েছি। এছাড় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সরকার দেয়ার বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। দেশের জনগণ চায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। সিইসি বলেছে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে তারা সক্ষম আছে। না হলে আদায় করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাবো। আমরা আশা করছি জুলাই চেতনাকে ধারণ করে এমন দলগুলোকে নিয়ে আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলতে পারবো।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি বন্ধে কীভাবে কাজ করতে পারি তা নিয়ে আলোচনা করেছি। আমাদের শাসন তান্ত্রিক ব্যাবস্থা আছে বিধায় ঐকমত্য কমিশন গঠন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের সাধারণ স¤পাদক রাশেদ খান বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান সহ প্রমুখ।