অনলাইন
প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক প্রসঙ্গে যা জানালেন সিইসি
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:০৪ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে’ প্রস্তুতি নিচ্ছে।’’
আলোচিত ওই বৈঠকে কী আলাপ হয়েছিল সে বিষয়ে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা চান-ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন। উনি সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক।’
তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘তারিখ নির্ধারিত হলে নির্বাচন কমিশনের মাধ্যমেই আপনারা জানতে পারবেন।’
তিনি বলেন, ‘যখন সময় আসবে তখন নির্বাচনের তারিখ অবশ্যই জানাবো আমরা। একটু অপেক্ষা করতে হবে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হবে না।’
‘সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি (প্রধান উপদেষ্টা) অত্যন্ত আন্তরিক, যাতে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন এবং নিরপেক্ষ নির্বাচন হয়’ উল্লেখ করেন সিইসি।
পাঠকের মতামত
প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস একজন সম্মানিত ব্যক্তি। আশাকরি ফ্রেব্রুয়ারিতে আমাদের অধিকার ফিরিয়ে দিবেন। এবং আমাদের সাতে সব সময় থাকবেন
আন্তরিকের আগে অনেক দ্বারা কি বুঝাতে চান? আর কিন্তু দ্বারা কি বুঝাতে চান? নির্বাচন হবে কোন এডিশন ছাড়া মানে Zero টলারেন্স ইতিহাসের সেরা নিরপেক্ষ এটা বলুন। এর বাইরে কোন কিন্তু অনেক এবং ইত্যাদি শুনতে চাই না জাতি।
No elections before completion of reforms and justice. Period!
ফেব্রুয়ারি থেকে এপ্রিল ---------------- এই চালাকি কেন?? ভোট হতেই হবে ফেব্রুয়ারিতে! আর ঝামেলা চায় না মানুষ। অনেক হইছে, এবার নির্বাচিত সরকার চাই, দেশ একে বারে স্থবির হওয়ার আগেই।
বর্তমান সরকারের উচিত রাষ্ট্রকে নির্বাচনী ট্রাকে তুলে দেয়া, আর তা করলে দেশের অভ্যন্তরীন সমস্যার ৮০% সমাধান হয়ে যেত।
প্রধান উপদেষ্টা নিরবাচনের নির্দিষ্ট দিন তারিখ ঘোষিত না হলে মানুষের মন থেকে সন্দেহ দূর হবে না।