অনলাইন
মাধবপুরের আওয়ামী লীগ নেতা জাকারিয়া গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে
(৬ ঘন্টা আগে) ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৯:৩৩ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা, হত্যাচেষ্টা, প্রতারণাসহ অন্তত ১২টি মামলার আসামি হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও জমি দালালচক্রের মূলহোতা জাকারিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের আদালত এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, জাকারিয়া সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর ‘ঘনিষ্ঠ’ ছিলেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমির দালাল হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া ‘বৈষম্যবিরোধী আন্দোলন’-এর ছাত্রদের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। এছাড়া কোটি কোটি টাকা প্রতারণার সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, জাকারিয়া নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘বন্ধু’ বলে পরিচয় দিতেন এবং এ পরিচয়ের অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপকর্ম করে আসছিলেন। বিভিন্ন অভিযোগ পেয়ে হবিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাজওয়াজের নেতৃত্ব সেনাবাহিনীর একটি টিম পুলিশ সুপার কার্যালয় এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার জাকারিয়া চৌধুরী মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার মো. শাহাব উদ্দিন শাহীন জানান, জাকরিয়া চৌধুরীর বিরুদ্ধে ঢাকার মিরপুর, রামপুরা, পল্টন থানা এবং সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার চারটি মামলা রয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। ৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।