ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ৪ দিনের সরকারি সফরে মালয়েশিয়ায়

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(৯ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১৮ অপরাহ্ন

mzamin

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। ২০২৩ সালের নভেম্বরে রাষ্ট্রপতি হওয়ার পর এটি তার প্রথম মালয়েশিয়া সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আজ বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) মালদ্বীপের রাষ্ট্রপতি অবতরণ করেন। সেখানে তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। মালদ্বীপের মন্ত্রিসভার সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও তার সাথে ছিলেন। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. জুলকেফলি আহমেদ তাদের স্বাগত জানান।

আজ দেশটির পেরডানা পুত্রা কমপ্লেক্সে মালদ্বীপের রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তার বৈঠক হবে। বৈঠকে দুই নেতা মালয়েশিয়া-মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল্যায়ন করবেন এবং বাণিজ্য ও বিনিয়োগ, হালাল শিল্প, শিক্ষা, পর্যটন এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এই সফরে, পর্যটন, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং কূটনৈতিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠার বিষয়ে দুটি বিনিময় নোট (ইওএন) স্বাক্ষরিত হবে।

আগামীকাল, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) মালদ্বীপের রাষ্ট্রপতিকে ইসলামিক নেতৃত্ব এবং মাদানি উন্নয়নে ডক্টর অফ ফিলোসফি-এর একটি সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে। আইআইইউএম-এর সাংবিধানিক প্রধান তেংকু আম্পুয়ান পাহাং টুংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়াহ এই ডিগ্রি প্রদান করবেন। এরপর মালদ্বীপের রাষ্ট্রপতি "বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ: ইসলামী সভ্যতার বৈজ্ঞানিক এবং আধুনিক উন্নয়নের উন্মোচন" শিরোনামে একটি পাবলিক লেকচার দেবেন।

২০২৪ সালে, মালদ্বীপের সাথে মালয়েশিয়ার মোট বাণিজ্য ২০২৩ সালের তুলনায় ৪.৩ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল ৮২ কোটি ৭০ লক্ষ রিংগিত (১৮ কোটি ৯ লক্ষ মার্কিন ডলার), যা বেড়ে ২০২৪ সালে ৮৬ কোটি ২৭ লক্ষ রিংগিত (১৮ কোটি ৯০ লক্ষ মার্কিন ডলার) হয়েছে। বর্তমানে মালদ্বীপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার ষষ্ঠ বৃহত্তম বাণিজ্য অংশীদার। 

সূত্র: দ্য সান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status