অনলাইন
ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রসচিব
স্টাফ রিপোর্টার
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ২:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৩ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বুধবার দুপুরে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রায় ১৫ বছর পর কাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক। ওই বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছেন আমনা বালুচ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তানের নেতৃত্ব দেবেন।
মধ্যাহ্নভোজের পর আমনা বালুচ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।