ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

মেলোনির সাথে সাক্ষাতের পর ইউরোপের প্রতি সুর নরম! ১০০ শতাংশ বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি ট্রাম্পের

মানবজমিন ডিজিটাল

(২০ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন

ইউরোপীয় ইউনিয়নের সাথে  ১০০ শতাংশ বাণিজ্য চুক্তি সম্ভব। হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে নিজের প্রতিশ্রুতি  ব্যক্ত করেছেন। ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ বাড়তি শুল্কের বোঝা এবং তার উপর ৯০ দিনের স্থগিতাদেশ জারির পর এই প্রথম কোনও ইউরোপীয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। শুল্ক নিয়ে তাঁর  কট্টরপন্থী অবস্থান সত্ত্বেও, ট্রাম্প আপোষের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, " ১০০% বাণিজ্য চুক্তি হবে।  তবে তা হতে হবে ন্যায্যভাবে। " ট্রাম্পের দাবি,  'শীঘ্রই অন্যান্য দেশের সাথে একাধিক বাণিজ্য চুক্তি হতে পারে। কারণ সবাই একটি চুক্তি করতে চায়।" ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প মেলোনিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, 'জর্জিয়া মেলোনি বিশ্বের প্রকৃত নেতাদের একজন' । ট্রাম্পের কথায়, " আমাদের দু দেশের মধ্যে  একটি ভালো সম্পর্ক রয়েছে ।" 

ইতালির প্রধানমন্ত্রীও একই অনুভূতি ব্যক্ত  করে বলেন, তিনি নিশ্চিত  যে উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে পারবে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে মেলোনি জানান, আটলান্টিকের দুই উপকূলের মধ্যে কিছু সমস্যা থাকলেও, এখন সময় এসেছে আমাদের একসাথে বসে সমাধানের পথ খুঁজে বের করার। তিনি বলেন, ট্রাম্পের লক্ষ্য হল পশ্চিমাকে  আবার মহান হিসেবে প্রতিষ্ঠিত করা। এবং তিনি (ট্রাম্প) বিশ্বাস করেন একসঙ্গে মিলেই সেই উদ্দেশ্য সফল হবে। ডনাল্ড ট্রাম্পকে রোমে আসার আমন্ত্রণও জানিয়েছেন মেলোনি।  ইউরোপের প্রতি ২০ শতাংশ   শুল্ক, যা ট্রাম্প জুলাই পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছেন, বিদেশী আমদানিকে  লক্ষ্য করে একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রায় সকল পণ্যের উপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করেছেন। এই পদক্ষেপগুলোকে  ন্যায্যতা দিতে গিয়ে, ট্রাম্প ইইউকে বাণিজ্য ব্যবস্থায়  শোষণের অভিযোগ এনেছেন, বলেছেন যে এই ব্লকটি "মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্য গঠিত হয়েছিল"।

সূত্র : ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status