ঢাকা, ৪ জুলাই ২০২৫, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৭ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

পল্লী বিদ্যুতের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবি

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:৫৬ অপরাহ্ন

mzamin

পল্লী বিদ্যুৎ সংস্কার আন্দোলনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শুক্রবার  জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, দুর্নীতির মাধ্যমে ক্রয় করা নিম্নমানের মালামাল দিয়ে ভঙ্গুর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নির্মাণ করে গ্রাহক হয়রানি এবং গ্রাহক বনাম সমিতির কর্মরত কর্মচারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ব্যর্থতার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ওপর চাপানো, নানান আর্থিক অনিয়ম, কর্মক্ষেত্রে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করা কর্মীর দায় না নিয়ে বরং সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি ও অব্যাহত জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে দীর্ঘকালের অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ জানুয়ারি থেকে তাদের আন্দোলন শুরু হয়।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। সরকারের সংস্কারের পক্ষে নেওয়া প্রতিটি পদক্ষেপে আমরাও অত্যন্ত আশাবাদী। অথচ এ সংস্কারের কথা বলতে গিয়ে যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে তারা মানবেতর জীবনযাপন করছেন। এসময় সাড়ে ৩ কোটি গ্রাহকের স্বার্থে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রতি মানবিক আচরন, তাদের মামলা প্রত্যাহার, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। সংবাদ সম্মেলনে চাকরি ফেরত পেতে অন্তবর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইং এর যুগ্ম সমন্বয়কারী সজিব ওয়াফি, আব্দুল বারেক, তৌহিদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিচ্যুত জিএম হুমায়ূন আহমেদ, ডিজিএম রাহাত হোসেন, আসাদুজ্জামান, এজিএম আব্দুল হাকিম, সালাহউদ্দিন আহমেদ, জুনিয়র ইঞ্জিনিয়ার সালাম জাভেদসহ কর্মকর্তা কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচ্যুত ওয়্যারিং পরিদর্শক আবু সালাম জাবেদ। বক্তব্যে তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে ক্রয় করা নিম্নমানের মালামাল দিয়ে ভঙ্গুর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নির্মাণ করে গ্রাহক হয়রানি এবং গ্রাহক বনাম সমিতির কর্মরত কর্মচারীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ব্যর্থতার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ওপর চাপানো, নানান আর্থিক অনিয়ম, কর্মক্ষেত্রে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকালে মৃত্যুবরণ করা কর্মীর দায় না নিয়ে বরং সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি ও অব্যাহত জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণে দীর্ঘকালের অসন্তোষের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৮ জানুয়ারি থেকে তাদের আন্দোলন শুরু হয়। বিদ্যুৎ সরবরাহ সচল রেখে নিয়মতান্ত্রি ও শান্তিপূর্ণ আন্দোলনে সরকারও এর যৌক্তিকতা উপলব্ধি করে কমিটি করে দেয়। কিন্তু সংকট সমাধানে বিভিন্ন সময় আলোচনা হলেও আরইবি তাতে সাড়া না দিয়ে স্বৈরাচারী কায়দায় দমন পীড়ণ চালিয়ে যায়। 
সালাম জাভেদ বলেন, অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন। সংস্কারের পক্ষে সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরাও অত্যন্ত আশাবাদী। অথচ সংস্কারের কথা বলতে গিয়ে যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে তারা মানবেতর জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বক্তারা আরও বলেন, স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ বিভাগের সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। সরকারের সংস্কারের পক্ষে নেয়া প্রতিটি পদক্ষেপে আমরাও অত্যন্ত আশাবাদী। অথচ এই সংস্কারের কথা বলতে গিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক সমিতির যেসব কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছেন। জুলাই স্পিরিট ধারণকারী কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহাল এবং মামলা প্রত্যাহার করে বিদ্যুতের মতো একটি সংবেদনশীল খাতে নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে সরকার এবং এর সঙ্গে যুক্ত সবপক্ষের প্রতি আমাদের আবেদন রইল।

পাঠকের মতামত

Reb বিলুপ্ত করতে হবে।

Sami
২০ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status