অনলাইন
পশ্চিমবঙ্গে সব ছাত্র ইউনিয়ন রুম তালাবন্ধ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৬ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র ইউনিয়ন রুম তালাবন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ রাজ্যের শিক্ষা দফতরকে নোটিশ জারি করতে বলেছেন। সেইসঙ্গে ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানতে চেয়েছে। দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে তা জানাতে হবে রাজ্যকে। ১৭ জুলাই মামলার পরবর্তী শুনানি। দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে। এই নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন অসন্তোষ প্রকাশ করেছে। বারবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানিয়েছে তারা। বিষয়টি নিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। সেই মামলার শুনানিতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্ট বিশ্ববিদ্যালয় ও কলেজর ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
আইনজীবীদের মতে, ছাত্র সংসদের নির্বাচন না করে ইউনিয়ন রুম খোলা যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্ট। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতাকে ঘটনার দিনে ওই কলেজের ইউনিয়ন রুমে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরেই বিরোধী শিবিরের ছাত্র সংগঠনগুলো শাসকদলের ছাত্র সংগঠনের দিকে আঙুল তুলেছে। দীর্ঘ দিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না-হওয়াকেও দায়ী করেছেন তারা। এই আবহে কলকাতা হাই কোর্ট বৃহস্পতিবার রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজের ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।