অনলাইন
মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৮৮ জনকে পুশইন বিএসএফের
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
(৭ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪৮ অপরাহ্ন

প্রতীকী ছবি।
মৌলভীবাজার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮৮ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
এদের মধ্যে বড়লেখার পাল্লাতল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৪৮ জন, শ্রীমঙ্গলের সিন্দুর খান এলাকার কাকমারা সীমান্ত দিয়ে ২৮ জন, কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ৫ জন ও কমলগঞ্জের ধলাই সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ।
বিজিবির জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকর্মীদের জানান, আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।