ঢাকা, ১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

নতুন গবেষণায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য: গিজার গ্রেট পিরামিডের নীচে যীশুখ্রিস্টকে সমাহিত করা হয়েছিল

মানবজমিন ডিজিটাল

(২৩ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১১ অপরাহ্ন

mzamin

ডঃ পল ওয়ার্নার, একজন গবেষক যিনি এক দশকেরও বেশি সময় ধরে প্রাচীন গ্রন্থ এবং পিরামিড কাঠামো অন্বেষণ করেছেন।  তিনি  দাবি করেছেন যে যীশুখ্রিস্টের দেহ মিশরের গিজার গ্রেট পিরামিডের নীচে একটি গুপ্ত  গুহায় সমাহিত করা হয়ে থাকতে  পারে। RadarOnline.com মোতাবেক , ওয়ার্নার দাবি করেছেন যে পিরামিডের  দক্ষিণ প্যাসেজওয়ের মধ্যে একটি লুকানো কক্ষ রয়েছে - যাকে তিনি "প্যাট্রিয়ার্কদের গুহা" বলে উল্লেখ  করেছেন।  তিনি বিশ্বাস করেন সেখানেই  যীশুর দেহাবশেষ এবং একটি সিন্দুক রয়েছে। ইহুদি, খ্রিস্টধর্ম এবং ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোকে  প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার  মাটির ফলকগুলোর  সাথে মিলিয়ে দেখে , ওয়ার্নার গ্রেট পিরামিডের দিকে নির্দেশিত একটি অবস্থানকে চিহ্নিত করেন। সিনাই পর্বত, সিয়োন পর্বত, জলপাই পর্বত এবং কুরআনের আলোর পর্বতের মতো স্থানগুলো  তাকে গিজার দিকে পরিচালিত করেছিল। মিশরের পিরামিডগুলোতে  অজানা শূন্যস্থান সনাক্ত করার জন্য ২০১৫ সালে শুরু হয় একটি আন্তর্জাতিক উদ্যোগ - স্ক্যান পিরামিড মিশন।  

সেই মিশনের অংশ হিসেবে ইমেজিং সরঞ্জাম ব্যবহার করে ওয়ার্নার পিরামিডের ভিত্তিপ্রস্তরের গভীরে খোদাই করা মানবসৃষ্ট কক্ষগুলো  সনাক্ত করেছেন।  যীশুখ্রিস্টের সমাধি ও সিন্দুকটি যে গুপ্ত গুহায় রাখা, তার মুখ একটা বড় পাথর দিয়ে বন্ধ করা বলে জানিয়েছেন ওয়ার্নার।   তাঁর  সবচেয়ে আশ্চর্যজনক দাবিগুলোর  মধ্যে একটি হল যে যীশু সম্ভবত এই স্থানে পাহাড়ে ধর্মোপদেশ দিয়েছিলেন। ২০২১ সালের শেষের দিকে, ওয়ার্নার এক দশকের গবেষণা মিশরের বিজ্ঞান অফিসে হস্তান্তর করেন। কর্তৃপক্ষ এই গবেষণার প্রশংসা করে এটিকে  "সমস্ত মানবতার কল্যাণের জন্য বৈজ্ঞানিক বিপ্লব" বলে অভিহিত করেছেন। ২০২২ সালের অক্টোবরে, মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসার সাথে একটি বৈঠকের পর, ওয়ার্নার দক্ষিণ প্যাসেজওয়ের নীচে অন্বেষণ অব্যাহত রাখার বিনিময়ে তার তথ্য বিনামূল্যে ভাগ করে নিতে সম্মত হন। ওয়ার্নারকে স্ক্যান পিরামিডস মিশনের একজন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু তিনি দাবি করেছেন  যে এই চুক্তি সত্ত্বেও, মিশন পরিচালনাকারী আন্তর্জাতিক দলটি এখনও মূল  পাথরখণ্ডের বাইরের অংশটি  স্ক্যান করার প্রতিশ্রুতি পালন করেনি। 

ওয়ার্নার লেবাননের প্রধানমন্ত্রীর কাছে আন্তর্জাতিক জটিলতা  এড়াতে আবেদন করেছেন। এই আবিষ্কারটি আরেকটি তত্ত্বের বিরুদ্ধে যায়। যেখানে দাবি করা হয়েছে যে  যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার পর বেঁচে গিয়েছিলেন এবং ভারতে তাঁর শেষ দিনগুলো  কাটিয়েছিলেন। একটি বই অনুসারে, যীশু কাশ্মীর উপত্যকায় ভ্রমণ করেছিলেন, যেখানে তিনি ধর্মের  প্রচার করতেন। সেখানে প্রকৃতির   স্বাভাবিক নিয়মে তিনি  মারা যান। শ্রীনগরের খানিয়ার এলাকায় অবস্থিত ইউজ আসাফ নামে এক সাধুর  সমাধি রোজা বাল মাজার, বিংশ শতাব্দীতে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। “Jesus Lived in India” এবং “Christ in Kashmir” এর মতো বইগুলোতে  দাবি করা হয়েছিল যে ইউজ আসাফই  হলেন যীশু খ্রিস্ট। জার্মান লেখক কার্স্টেন যুক্তি দিয়েছিলেন যে প্রাচীন গ্রন্থ এবং অপ্রামাণিক রেকর্ড ইঙ্গিত দেয় যে   যীশু  ভারতে যাত্রা করেছিলেন। কিন্তু এই সমস্ত দাবি ইতিহাসবিদ এবং ধর্মতত্ত্ববিদদের মধ্যে বিতর্ক তৈরী করেছে।  মূলধারার খ্রিস্টধর্ম এই ধারণাটিকে প্রত্যাখ্যান করেছে। ওয়ার্নার বিশ্বাস করেন যে   খ্রিস্টের দেহাবশেষ  যদি সত্য প্রমাণিত হয়  তা ধর্মকে  নতুন  আকার দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে।

সূত্র : টেলিগ্রাফ ইন্ডিয়া

পাঠকের মতামত

এই অজুহাতে আগামীতে মিশরে আগ্রাসন চালাতে পারে ইউরোপ ও আমেরিকা।

মোহাম্মদ আবুল কালাম
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:৪৯ অপরাহ্ন

ফালতু গবেষণা।রিপোর্টার এর উচিত কুরআন কি বলে সেইটা ও শেষে উল্লেখ করা। কুরআন শপষ্ট বলেছে যে কেউ তাকে ( হজরত ঈসা আ: কে হত্যা করেনি। ঈসা আ: কে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন যিনি দাজ্জাল আগমনের পরে আবার দুনিয়ায় আসবেন এবং দাজ্জাল ও ইয়াযুয- মাজুজ কে কতল করবেন।

Mahmud
১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৮:১৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status