অনলাইন
ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার হার আমরা মেনে নেবো না: চীন
মানবজমিন ডিজিটাল
(৩ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১:৪৫ অপরাহ্ন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান স্পষ্ট করল চীন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকারের বিদেশমন্ত্রী ওয়াং ই শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিদেশনীতি বিষয়ক বিভাগের প্রধান কাজা ক্যালাসকে বলেন, ‘বেইজিং কোনও অবস্থাতেই ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরাজয় মেনে নেবে না।’ ওয়াং মনে করেন রাশিয়া হারলে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ মনোযোগ গিয়ে পড়তে পারে চীনের ওপর। ব্রাসেলসে ক্যালাসের সঙ্গে চার ঘণ্টার বৈঠকে চীনের বিদেশমন্ত্রী সাইবার নিরাপত্তা, বিরল মৃত্তিকা থেকে শুরু করে বাণিজ্য ভারসাম্যহীনতা, তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যসহ বিস্তৃত বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন, ওয়াংয়ের ব্যক্তিগত মন্তব্য থেকে বোঝা যায় যে, বেইজিং ইউক্রেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ পছন্দ করতে পারে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকে চীনের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বিতার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা থেকে বিরত রাখবে। বেইজিং মনে করছে তারা নিরপেক্ষ অবস্থানের চেয়ে ভূ-রাজনৈতিকভাবে ইউক্রেনীয় সংঘাতে অনেক বেশি ঝুঁকিতে রয়েছে।শুক্রবার, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিংকে এই বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেখানে তিনি রাশিয়া-ইউক্রেন তিন বছরের যুদ্ধ নিয়ে বেইজিংয়ের দীর্ঘস্থায়ী অবস্থান নিশ্চিত করেন।
মাও বলেন, চীন ইউক্রেন ইস্যুতে কোনও পক্ষ নয়। ইউক্রেন সংকটের বিষয়ে চীনের অবস্থান বস্তুনিষ্ঠ এবং সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আলোচনা, যুদ্ধবিরতি এবং শান্তি। দীর্ঘায়িত ইউক্রেন সংকট কারও স্বার্থসিদ্ধি করবে না।
তিনি আরও বলেন, চীন যত তাড়াতাড়ি সম্ভব একটি রাজনৈতিক নিষ্পত্তি চায়। রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার মাত্র কয়েক সপ্তাহ আগে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোর সাথে দৃঢ় অংশীদারিত্বর কথা ঘোষণা করেছিলেন এবং তারপর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে।
চীন নিজেকে সম্ভাব্য শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে তুলে ধরেছে। চীন রাশিয়াকে সামরিক সহায়তা প্রদানের ক্রমবর্ধমান অভিযোগও প্রত্যাখ্যান করেছে। ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন এবং প্রযুক্তি সরবরাহ করার জন্য ইউক্রেন বেশ কয়েকটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে রাশিয়ান ড্রোনের একটি অংশ দেখানো হয়েছে যেখানে দেখা গেছে ডিভাইসটি ২০ জুন চীনে তৈরি। সিবিহা বলেন, রাশিয়ার হামলার ফলে ওডেসায় চীনা কনস্যুলেট জেনারেলের ভবনটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। পুতিন কীভাবে উত্তর কোরিয়ার সৈন্য, ইরানি অস্ত্র এবং কিছু চীনা নির্মাতা সহ অন্যান্যদের জড়িত করে তার যুদ্ধ এবং সন্ত্রাসকে আরও বাড়িয়ে চলেছেন তার জন্য এর চেয়ে ভালো উদাহরণ কিছু হতে পারে না।
একাধিকবার অভিযোগ উঠেছে যে চীনা নাগরিকরা ইউক্রেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে। তবে বেইজিং কোনও সম্পৃক্ততা অস্বীকার করেছে।
সূত্র : সিএনএন