অনলাইন
মালয়েশিয়ায় পুলিশের গুলিতে ২ গ্যাংস্টার নিহত
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৩ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১:৩৬ অপরাহ্ন

আজ সকাল ৮ টার দিকে মালয়েশিয়ার নর্থ–সাউথ এক্সপ্রেসওয়ের প্রবেশ র্যাম্পে পুলিশের সঙ্গে এক বন্দুকধারীর গুলির লড়াইয়ে দুইজন সন্দেহভাজন অপরাধী নিহত হয়।
দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামাসহ প্রায় সব ক'টি গণমাধ্যম জানিয়েছে, কেদাহ পুলিশের প্রধান দাতুক ফয়সল সালেহ বলেছেন, ঘটনাটির আগে এলাকা-পেট্রোলরত পুলিশরা একটি সন্দেহজনক ফোর-হুইল ড্রাইভ গাড়ি লক্ষ্য করেন এবং গাড়িটিকে থামার নির্দেশ দেন। “তারা (সন্দেহভাজনরা) পুলিশের গাড়ির দিকে গুলি চালায়, যার ফলে একটি গুলির লড়াই হয় এবং উভয় সন্দেহভাজনই গাড়ির মধ্যে নিহত হন।”
উল্লেখ্য, গাড়িতে একটি রিভলভার ও একটি সেমি-অটোমেটিক পিস্তল, কয়েকটি গুলি, একটি ছুরি ও তাদের অপরাধমূলক কার্যক্রমের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মালয় মেইল জানিয়েছে, একজন সন্দেহভাজনের (বয়স ৪১) বিরুদ্ধে ৪০-এরও বেশি অপরাধমূলক রেকর্ড রয়েছে, আর অপরজনের পরিচয় পাওয়া যায়নি কারণ তার কোনো পরিচয়পত্র ছিল না।
দাতুক ফয়সল সালেহ আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই দুইজন দেশের বিভিন্ন স্থানে — নেশার ব্যবসা, গ্যাংস্টারিজম, কল-ফ্যাক্টরি ভাংচুর ও সশস্ত্র ডাকাতি — এসব সহিংস অপরাধে জড়িত বৃহৎ একটি গ্যাংয়ের অংশ। এই গ্যাং ২০২০ সাল থেকে সক্রিয় বলে ধারণা করা হচ্ছে।”
ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে তিনটি খাম উদ্ধার করেছে, তদন্ত চলছে। নিহতদের মরদেহ অলোর সেতার-র সুলতানাহ বাহিয়া হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে নিয়মিত স্বয়ংক্রিয় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা দণ্ডবিধির ধার্য ৩০৭ ধারা (চেষ্টাকারী হত্যার অপরাধ) অনুসারে তদন্তাধীন।
বকিত আমান অপরাধ অনুসন্ধান মহাপরিদপ্তরের (সিআইডি) ভারপ্রাপ্ত পরিচালক দাতুক ফাদিল মারসুস, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তিনি জানান, 'এই দুইজন সন্দেহভাজন ভারী অপরাধে লিপ্ত একটি অপরাধমূলক সংঘে জড়িত বলে ধারণা করা হচ্ছে। আমরা তদন্ত করছি, তারা ক্ল্যাং, সেলাঙ্গর–এ অবস্থিত প্রায় ৩০ সদস্যবিশিষ্ট একটি সংঘের সঙ্গে যুক্ত কি না… পুলিশ পরবর্তী সময়ে আরও কঠোর ব্যবস্থা নেবে।”