ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

অনলাইনে দান করা যাচ্ছে পাগল মসজিদে, প্রথম ২৪ ঘণ্টায় এলো ৬০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার

(২ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৪:৩০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২২ অপরাহ্ন

mzamin

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্বোধন করা হয়। 
এরপর থেকে অনলাইনে দান করা যাচ্ছে মসজিদটিতে। শনিবার বেলা ১১টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় অনলাইনে দান জমা পড়েছে ৬০ হাজার ২১০টাকা ১১ পয়সা। বিকাশসহ বিভিন্ন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মানুষ এই টাকা দান করেছেন।

পাগলা মসজিদ কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাগলা মসজিদের ওয়েবসাইট উদ্বোধনের পর এর মাধ্যমে অনলাইনে দেশ ও বিদেশের যেকোনো প্রান্তের মানুষ ঘরে বসে মসজিদটিতে দান করতে পারছেন। বিকাশ, রকেট কিংবা ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে দান করতে পারছেন ওয়েবসাইট ব্যবহারকারীরা।

পাগলা মসজিদের একটি ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অনলাইনে দেয়া দানের টাকা জমা হয়। এছাড়া প্রতি মুহূর্তে জমা হওয়া দানের পরিমাণ জানা যায়।
বিষয়টি একেবারে নতুন এবং অনেকে এখনো জানেন না, এরপরও প্রথম দিনেই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে অনলাইনে দান করার ক্ষেত্রে মানুষের আগ্রহ বেশ আশাপ্রদ।

এছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে পাগলা মসজিদের ইতিহাস, ঐতিহ্য, নামাজের সময়সহ বিভিন্ন তথ্যাদি জানার সুযোগ সৃষ্টি হবে।

কিশোরগঞ্জ জেলা শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রতিষ্ঠিত ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে দান করেন। দানসিন্দুক খুললে টাকা ছাড়াও স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বর্তমানে প্রায় ৯০ কোটি টাকা পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে। সাধারণত তিন মাস পর পর মসজিদের দানসিন্দুক খোলা হয়। সর্বশেষ গত ১২ই এপ্রিল দান সিন্দুকগুলো খোলার পর এ যাবতকালের সর্বোচ্চ ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল। বর্তমানে ৩.৮৮ একর ভূমির উপর সম্প্রসারিত পাগলা মসজিদ এলাকায় মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়েছে।

পাঠকের মতামত

Why don't you give us mobile number through Manav Jameen.

Anwarul Azam
৫ জুলাই ২০২৫, শনিবার, ৫:০৪ অপরাহ্ন

Grand news.Pagla Masjid will get more than 1,000 crore rupees within a very short time.Inshallah...

Anwarul Azam
৫ জুলাই ২০২৫, শনিবার, ৫:০১ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status