অনলাইন
অ্যাটর্নি জেনারেল
নূরুল হুদার ওপর ‘মব সন্ত্রাস’ হয়েছে, এটা অব্যাহত থাকলে অনেক অর্জন ব্যাহত হবে
স্টাফ রিপোর্টার
(৪ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০০ অপরাহ্ন

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মব সন্ত্রাস বিগত ১৭ বছরে স্বজন হারানোর বেদনা এবং নানা অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ। তবে কোনোভাবেই মব সন্ত্রাস গ্রহণযোগ্য নয়। এটি জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী। যে প্রক্রিয়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর মব সন্ত্রাস করা হয়েছে। এটি অব্যাহত থাকলে আমাদের অনেক অর্জন ব্যাহত হবে। তবে অন্যায়কারীদের বিচারের দাবি তুলতে হবে।’
শনিবার রাজধানীর এফডিসিতে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত সংগঠনেরও বিচারের এখতিয়ার রয়েছে। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্ত্বার নাম। এ নিষিদ্ধ সত্ত্বার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে তাকেও অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে।’
তিনি বলেন, ‘জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে মত পার্থক্য রয়েছে তা মতবিরোধ নয়, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তবে ফ্যাসিস্টের বিরুদ্ধে সবদলই ঐক্যবদ্ধ।’
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারে না। এ আন্দোলনে প্রত্যেকটি হত্যাকাণ্ডই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া হয়নি। গত ১৫ বছরে আওয়ামী সরকার যেভাবে গুম—খুন, হত্যা, টর্চারসেল, আয়নাঘর তৈরির মাধ্যমে যে নির্যাতন করেছে তা ক্ষমার অযোগ্য।’
শেখ হাসিনা ছিলেন অত্যাচারী, নির্দয় ও কুৎসিত খুনি এবং তাকে স্বৈরাচারের অ্যাম্বাসেডর ও ফ্যাসিস্টের গডমাদার উল্লেখ করে তিনি।
ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সরকার অপেক্ষা নাগরিক সমাজের ভূমিকা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বিতার্কিকদের পরাজিত করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হন।
পাঠকের মতামত
মব নয় , বিক্ষুব্ধ জনতা।
যেমন কর্ম তেমন ফল। এটা দরকার ছিল। হুাদার গলায় জুতার মালা-এই ছবিটা দেশের সব সরকারী অফিসে টানিয়ে রাখা দরকার। সবার জানা উচিৎ, দালালির পরিনাম কী।