অনলাইন
চট্টগ্রামে রানওয়েতে আটকে গেছে মদিনা থেকে আসা হজ ফ্লাইট
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
(৪ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩২ অপরাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মদিনা থেকে আসা হজ ফ্লাইটের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়ে। এতে প্রায় দুই ঘণ্টা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ছিল।
শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮। ফ্লাইটটি রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক সমস্যার কারণে সেখানেই আটকে যায়।
পরে কারিগরি দল ত্রুটি সারিয়ে সকাল ১১টা ২০ মিনিটে উড়োজাহাজটিকে নিরাপদে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নিয়ে আসে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি রানওয়ের এক প্রান্তে আটকে পড়েছিল। ত্রুটি ঠিক করার পর নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। সাময়িকভাবে রানওয়ে বন্ধ থাকলেও বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’