অনলাইন
আমেরিকায় গ্রেপ্তার পলাতক হিরা ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল, প্রত্যর্পণ চেয়ে চাপ বাড়াচ্ছে ভারত
মানবজমিন ডিজিটাল
(৪ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৮ অপরাহ্ন

আমেরিকায় গ্রেপ্তার হলেন পলাতক হিরা ব্যবসায়ী নীরব মোদির ভাই নেহাল মোদি। তাকে প্রত্যর্পণে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করেছিল ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। মনে করা হচ্ছে, সেই কারণেই নীরবের ভাইকে গ্রেপ্তারে তৎপর হয়েছে হোয়াইট হাউস। শুক্রবারই তাকে পাকড়াও করেন মার্কিন কর্মকর্তারা। শনিবার তাকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা। আগামী ১৭ জুলাই আমেরিকার আদালতে পরবর্তী শুনানি রয়েছে।
২০১৮ সালের গোড়ার দিকে পিএনবি ব্যাংকে বিশাল জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত নেহাল। তার জন্ম বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। ব্যাংক প্রতারণায় অভিযুক্ত পলাতক নীরবের হয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে তার ভাই নেহালের বিরুদ্ধে। সিবিআইয়ের পাশাপাশি ইডির মামলাতেও অন্যতম অভিযুক্ত তিনি। ইডির চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে নেহালের। ইচ্ছাকৃতভাবে এবং জেনেবুঝে নীরবের বেআইনি কাজে সাহায্যের অভিযোগ রয়েছে নেহালের বিরুদ্ধে। ভারতীয় গোয়েন্দাদের অভিযোগ, নেহাল মোদি নীরবকে গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করতে, সাক্ষীদের ভয় দেখানো এবং কেলেঙ্কারির পর তদন্তে বাধা দেয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিলেন।
আমেরিকার তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল। তবে সে ক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা ওই জামিনের আর্জির বিরোধিতা করতে প্রস্তুত। পিটিআই সূত্রে খবর, নেহালকে ভারতের হাতে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যে আইনি প্রক্রিয়া নিয়ে উদ্যোগী হয়েছে আমেরিকার প্রশাসন। পিএনবি কেলেঙ্কারির ফলে ভারতীয় ব্যাংকিং ব্যবস্থায় ১৩,৫০০ কোটি রুপির (প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার) ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে নীরব মোদির বিরুদ্ধে ৬,৪৯৮.২০ কোটি রুপি পাচারের অভিযোগ রয়েছে, তার চাচা মেহুল চোকসির বিরুদ্ধে ৭,০৮০.৮৬ কোটি রুপি অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
পিএনবি আইন প্রয়োগকারী সংস্থাকে অনিয়মের কথা জানানোর মাত্র কয়েক সপ্তাহ আগে, ২০১৮ সালের জানুয়ারিতে নীরব মোদি এবং মেহুল চোকসি উভয়ই ভারত থেকে পালিয়ে যান। নীরব মোদিকে ২০১৯ সালের মার্চ মাসে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়েছিল এবং ভারতে প্রত্যর্পণের বিরোধিতা করে লন্ডনের একটি কারাগারে আটক রাখা হয়েছে। বর্তমানে অ্যান্টিগায় থাকা মেহুল চোকসির বিরুদ্ধে তার নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ সহ পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: এনডিটিভি