ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

সাবেক সিইসি এটিএম শামসুল হুদার মৃত্যুতে গুলশান সোসাইটি’র শোক

স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ৫ জুলাই ২০২৫, শনিবার, ১২:৪৯ অপরাহ্ন

mzamin

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার মৃত্যুতে গুলশান সোসাইটি শোক প্রকাশ করেছে। তিনি গুলশান সোসাইটির তিনবারের  সভাপতি ছিলেন। এর আগে শনিবার সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মারা যান এটিএম শামসুল হুদা।

গুলশান সোসাইটির এক শোকবার্তায় বলা হয়, এটিএম শামসুল হুদা ছিলেন এক নিবেদিতপ্রাণ রাষ্ট্রচিন্তক, যিনি জাতির নানা ক্রান্তিলগ্নে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার নিরপেক্ষতা, দূরদর্শিতা এবং নৈতিক দৃঢ়তা আমাদের গণতন্ত্রের পথকে সুদৃঢ় করেছিল। প্রশাসনে, নির্বাচন কমিশনে কিংবা সোসাইটির নেতৃত্বে—যেখানে ছিলেন, সেখানেই ছিলেন একজন আলোকবর্তিকা।

আরও বলা হয়, শামসুল হুদার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। গুলশান, ঢাকা এবং সারা বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারাল। আল্লাহ্‌ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দেন।

 যুক্তরাষ্ট্র প্রবাসী একমাত্র কন্যা সিমিন হুদা দেশে এলে মরহুমের জানাজা এবং দাফন সম্পন্ন হবে বলে ওই শোকবার্তায় বলা হয়।

উল্লেখ্য, এটিএম শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত

আওয়ামীলীগ আমলে সিইসি প্রধান ছিলেন, ভালো কি মন্দ জনগণই বিবেচনা করবে। তবে জনগন সতেরো বছর গণতন্ত্রের ছোঁয়াও দেখে নাই।

Khokon
৫ জুলাই ২০২৫, শনিবার, ১:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status