অনলাইন
মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি জিনপিং
যুক্তরাষ্ট্রের চেয়ে নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হচ্ছে চীন
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(২ দিন আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মালয়েশিয়ায় বলেছেন, যুক্তরাষ্ট্রর চেয়ে তার দেশ আরও বেশি নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার। ১৬ই এপ্রিল ২০২৫ মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা ও আন্তজার্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় গতকাল পৌঁছেছেন শি জিনপিং। এখানে তিনি দেশটির রাজা সুলতান ইব্রাহিম এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
দীর্ঘ ১২ বছর এবং আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি শি জিনপিংয়ের প্রথম মালয়েশিয়া সফর। এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বেইজিংয়ের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভাবমূর্তি তৈরি করা এবং এই অঞ্চলে চীনের প্রভাব আরও দৃঢ় করা।
মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রদূত ও আইনমন্ত্রী মোহাম্মদ নাজরি আব্দুল আজিজ আল জাজিরাকে বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ সফর। এর অনেক তাৎপর্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘চীন আমাদের বলছে যে, তারা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি নির্ভরযোগ্য বাণিজ্যিক অংশীদার। তাদের সঙ্গে আমাদের কখনোই কোনো সমস্যা হয়নি।’
আজিজ মনে করেন, প্রধানমন্ত্রী আনোয়ারের অধীনে মালয়েশিয়া চীনের দিকে আরও বেশি ঝুঁকছে এবং এটি একটি ইতিবাচক দিক। তিনি উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের প্রভাব কমবে। চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং উভয় দেশই এতে উপকৃত হচ্ছে।
শি জিনপিংয়ের এই সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা অর্থনীতি এবং অবকাঠামো উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য, এর আগে শি জিনপিং ভিয়েতনাম সফর করেন এবং এরপর তিনি কম্বোডিয়াতেও যাবেন। এই সফরকালে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।