অনলাইন
পাকিস্তানের পররাষ্ট্রসচিব আসছেন আজ
১৫ বছর বিরতির পর এফওসি কাল
মিজানুর রহমান
(১ সপ্তাহ আগে) ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৫ অপরাহ্ন

পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা আসছেন আজ। প্রায় ১৫ বছর বিরতির পর ঢাকা-ইসলামাবাদ ৬ষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) এ অংশ নিতে আসছেন তিনি। বৃহস্পতিবার হবে সেই রাজনৈতিক সংলাপ।
৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানে হাসিনার কতৃত্ববাদী শাসনের বিদায়ের পর 'ডিপ ফ্রিজে' থাকা ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক স্বাভাবিক তথা সচলীকরণের উদ্যোগ নেয় দুই দেশ। গত ৮ মাসে কেবল স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক নয়, এখন তা আরও এগিয়ে নিতে মনোযোগ দিচ্ছে পাকিস্তান। দুই দেশের মধ্যে ব্যবসা–বাণিজ্যসহ সহযোগিতার নানা ক্ষেত্রে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কে রাজি বাংলাদেশ। কর্মকর্তারা জানিয়েছেন- এরই অংশ হিসেবে প্রায় ১৫ বছর পর বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিবদের বৈঠক। ওই বৈঠকে অংশ নিতে আজ (বুধবার) ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। সেগুনবাগিচা বলছে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা'র সেই রাজনৈতিক সংলাপে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং আমনা বালুচ পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সব কিছু ঠিক থাকলে অর্থাৎ ফ্লাইটে কোনো জটিলতা না হলে বুধবার দুপুরের পর পাকিস্তানের পররাষ্ট্র সচিব ঢাকা পৌঁছাবেন।পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেবেন, যা মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হবে। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিভিন্ন গণমাধ্যমকে বলেন, আসন্ন বৈঠকে দুই দেশের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নানা বিষয় আলোচনার সময় ঐতিহাসিক অনিষ্পন্ন বিষয় নিয়েও কথা হবে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে দ্বিপক্ষীয় সম্পর্ক টানাপোড়েনের বৃত্তে আটকে থাকলেও বহুপক্ষীয় ফোরামে এক দেশ অন্য দেশকে ভোটাভুটিসহ নানা উদ্যোগে সহায়তা করে আসছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সংযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, সচিবের সফরের এক সপ্তাহের মাথায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সে সূচি চূড়ান্ত হয়নি।
পাঠকের মতামত
আমরা সকল প্রতিবেশীর সঙ্গেই পারস্পারিক সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পৃক বজায় রাখতে চাই। কারো প্রেসক্রপিসন মতে আর এই দেশ চলবে না। উন্নত মম শীর নিয়েই এই জাতি বেচে থাকবে।