অনলাইন
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১০:৫০ পূর্বাহ্ন

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহতের ঘটনায় চলমান উত্তেজনায় ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে পাকিস্তান গুলি চালিয়েছে বলে দাবি করেছে ভারত। এ গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
তবে গুলিবিনিময়ের এসব ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিয়ন্ত্রণরেখার কয়েকটি স্থানে ছোট আকারে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের দিক থেকে প্রথম গুলি ছোড়া হয়েছে। তাদের এ গুলিবর্ষণের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।’
গত মঙ্গলবার ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হন। এই ঘটনার পর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। এ উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে।
পাঠকের মতামত
অস্ত্রের পরিমাণ বেশি থাকলে কিছু খরচ করেও দরকার। অস্ত্র বিক্রেতারা চায় কিছু বিক্রি হোক।