অনলাইন
বাংলাদেশে বিনিয়োগ করতে চান বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা
আরিফ মাহফুজ, লন্ডন থেকে
(৭ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

নিজেদের ব্যবসা সম্প্রসারণ করতে বাংলাদেশে নতুনভাবে বিনিয়োগ করতে চান বলে আগ্রহ প্রকাশ করেছেন বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা। বিনিয়োগের মাধ্যমে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করে বাংলাদেশের সঙ্গে আরো নিবিড় যোগাযোগ গড়ে তুলতে চান তারা। বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের একটি টিম হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে মতবিনিময়কালে এমন আগ্রহ ব্যক্ত করেন।
এসময় নারী উদ্যোক্তারা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, ব্যবসা সম্প্রসারণের প্রচুর সুযোগ রয়েছে। বিশ্বের অনেক দেশেই বাংলাদেশের পণ্য রপ্তানি করছে। বাংলাদেশি পণ্যের ভালো বাজার রয়েছে বৃটেনে। পাটজাত পণ্য, শাড়ি, কারুশিল্প ও বিভিন্ন ধরনের বাংলাদেশি পণ্য বৃটেনে জনপ্রিয়। তাই বিনিয়োগের মাধ্যমে একটি প্লাটফর্ম গড়ে তুলতে তারা আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের তরফে সব ধরনের সহযোগিতা কামনা করেন বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তারা।
এসময় হাইকমিশনার আবিদা ইসলাম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে ইচ্ছুক বৃটিশ-বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সকল ধরনের সহায়তা দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন দিলারা খান, পলি ইসলাম এমবিই, ব্যারোনেস পলা উদ্দিন, আয়শা বশর, সাদিয়া হোসাইন, আল্পনা শেখ, তামান্না মিয়া, আলেহা মুক্তাদির, তানিয়া খান, প্রপা রেজওয়ানা আনোয়ার, হাসিনা হোসাইন প্রমুখ।