অনলাইন
‘সিন্ধুর প্রত্যেক ফোঁটা পানি আমাদের অধিকার’
মানবজমিন ডিজিটাল
(৫ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:২৪ পূর্বাহ্ন
ভারতের তরফে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী সরদার আওয়াইস লেঘারি।
লেঘারি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, ‘সিদ্ধান্তটি তাড়াহুড়ো করে নেয়া হয়েছে এবং এর পরিণতি পানি যুদ্ধ।’
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পাক মন্ত্রী বলেছেন, ‘ভারতের বেপরোয়াভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা একটি কাপুরুষোচিত, অবৈধ পদক্ষেপ। সিন্ধুর প্রতিটি ফোঁটা আমাদের অধিকার। আমরা পূর্ণভাবে আইনি, রাজনৈতিক এবং বৈশ্বিক শক্তি ব্যবহার করে এটি রক্ষা করব।’
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বুধবার ভারত সীমান্তবর্তী সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ তুলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে উচ্চ-স্তরের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকের পর, বিদেশ সচিব বিক্রম মিশ্রি একটি বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের তরফে নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত থাকবে। এছাড়াও, আটারিতে অবস্থিত ইন্টিগ্রেটেড চেকপোস্টটি অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। শুধুমাত্র যাদের বৈধ ভ্রমণে অনুমোদন আছে তারাই ২০২৫ সালের ১ মে- এর মধ্যে সেই রুট দিয়ে ফিরে আসতে পারবেন।
সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং পূর্বে জারি করা যেকোনো SPES ভিসা এখন বাতিল করা হয়েছে। বর্তমানে যারা এই ধরনের ভিসা নিয়ে ভারতে আছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। ভারত পাকিস্তানি হাইকমিশনের সকল প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে তাদের এক সপ্তাহ সময় দিয়েছে দেশ ছেড়ে চলে যাবার জন্য। একইভাবে, ভারত ইসলামাবাদ থেকে তাদের নিজস্ব প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করার কথা জন্যে দিয়েছে। ১ মে এর মধ্যে উভয় হাইকমিশনের কর্মকর্তার সংখ্যা ৩০ জনে নামিয়ে আনা হবে। মিশ্রি নিশ্চিত করেছেন যে, সিসিএস নিরাপত্তা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। সেইসঙ্গে অপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
পাঠকের মতামত
সিন্ধূর প্রতিটি ফোটা পানি আমাদের অধিকার-পাকিস্তানের কি বিরোচিত জবাব। আর আমাদের বাংলাদেশ তিস্তার পানি চুক্ত নিয়ে ছোট্ট পোলপানের মত কুতকুত খেলে।